সমাজের আলো।।আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সামাজিক দুরত্ব বজায় রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। রবিবার (৮ আগস্ট) সকাল ১১ টার সময় শহরের সার্কিট হাউজ মোড়ে সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেনের পরিচালনায় । সহ সভাপতি মোস্তাফিজুর রহমান,সহ সভাপতি আফরোজা পারভীন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলম, যুগ্মসাধারণ সম্পাদক রবিউল ইসলাম, আজহারুলইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান পলাশ, কোষাধ্যক্ষ শাহরিয়া হোসেন,দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি,সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মামুন হোসেন,সাহিত্যিক বিষয়ক সম্পাদক নব কুমার দে,ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য শেখ মনিরুজ্জামান,সঞ্জয় কুমার দাশ, শিমুল হোসেন বাবু প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। সভায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সাতক্ষীরা রিপোর্টস ক্লাবের সার্বিক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। এবং বিগত সভার আলোচ্যসূচি মূল্যায়ন ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী দিবসটি সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবে পালিত হয়। এ বছর বঙ্গমাতার জন্ম দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী’। প্রতি বছরই দিনটি জাতীয় দিবস হিসেবে জাতীয়ভাবে পালিত হয়। বাঙালীর শ্রেষ্ঠ অর্জন দেশের স্বাধীনতাসহ বঙ্গবন্ধুর সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী ছিলেন ফজিলাতুন্নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে অফুরন্ত প্রেরণার উৎস হয়ে ছিলেন।




Leave a Reply

Your email address will not be published.