সাহেব রেজা (শ্যামনগর) সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা’র উপকূলীয় এলাকায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট কম্পোনেট এর আওতায় যুব উৎসব ২০২৩ উদযাপন করা হয়
(২৮ শে ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল ১০ টায় উপকূলীয় এলাকা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের তুফান কোম্পানির রিসোট চত্তরে শ্যামবগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।
বিশেষ অতিথি হিসাবে খুলনা বিভাগের উপ পরিচালক ( এসসিএমএফপি,) সরোজ কুমার মিস্ত্রী শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার,
শ্যামনগর উপজেলা যুব উন্নয়ন অফিসার, আজিজুর রহমান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান গাজী আব্দুর বউফ, প্রমুখ।
সাতক্ষীরা’র উপকূলীয় এলাকায় জেলে পরিবারকে স্বচ্ছলতা ফিরাতে জেলে পরিবারের যুবদের কর্মমুখী করার জন্য কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করছে। ঐ জেলে পরিবারের যুবদের কর্ম প্রেরনা দেওয়ার জন্য সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় ও সোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর যৌথ উদ্দ্যোগে যুব উৎসব -২০২৩, উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হয়,
অনুষ্ঠানের অংশ হিসাবে ক্রীড়া প্রতিযোগিতা ও বিশেষ আলোচনা সভা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন বলেন, আমাদের যুবকদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করতে হবে, উপকূলীয় এলাকার জেলে পল্লীর মানুষদের জন্য সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট কম্পোনেটটি সুফল বয়ে আনুক
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করে সোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের শ্যামনগর শাখার ম্যানেজার হারুন অর রশীদ।




Leave a Reply

Your email address will not be published.