সমাজের আলো : সাতক্ষীরা শহরে ছোটবোন এর পৈত্রিক সম্পত্তি জবরদখল করতে হামলা ভাংচুর ও মারধরের অভিযোগ উঠেছে বড়ভাইয়ের নামে। গত শুক্রবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টারদিকে ও সন্ধ্যা ৭টারদিকে সাতক্ষীরা শহরের কাটিয়া টাউনবাজার এলাকার তানজিরা খাতুনের পৈত্রিক সম্পত্তি দোকান ঘর ও জমি জবরদখল করতে দু’দফা হামলা চালিয়েছে তার বড়ভাই শেখ সিরাজুল ইসলাম। ভুক্তভোগী সাতক্ষীরা বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তানজিরা খাতুন অভিযোগ করে বলেন, ২০১৭ সালে পিতার মৃত্যুর পর থেকে আমার পৈত্রিক সম্পত্তি কাটিয়া টাউনবাজার সংলগ্ন দোকান ঘর ও ৪ শতক জমির উপরে নজর পড়ে বড়ভাই অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত অফিসার শেখ সিরাজুল ইসলাম এর।

সেই থেকে বিভিন্ন ভাবে আমার পৈত্রিক সম্পত্তি জবরদখলের পায়তারা করছেন তিনি। এমনকি বড়ভাই শেখ সিরাজুল ইসলাম আমাকে ও আমার স্বামীকে বিভিন্ন মামলায় ফাঁসানো সহ হত্যার হুমকি ধামকি দিয়ে আসচ্ছেন প্রতিনিয়ত। সেই সুত্র ধরে গত ১৫ এপ্রিল শুক্রবার দোকান ঘর সংস্কার কাজ করতে গেলে বড়ভাই শেখ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে কয়েক জন এসে হামলা চালিয়েছে আমাদের উপর। অতর্কিত তারা দোকান ঘর ভাংচুর করতে থাকে। ভাংচুরে বাঁধা দেওয়ায় লাঠি নিয়ে আমাকে মারতে থাকে। আমার স্বামী মোঃ শওকত হোসেন রিপন ঠেকাতে আসলে তাকেও বেধড়ক মারধর করে তারা। এসময় আমাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের হাত থেকে আমাদের রক্ষা করে। আহত অবস্থায় আমার স্বামীকে সদর হাসপাতালে চিকিৎসা করাহয়। এঘটনায় থানায় অভিযোগ দিলে আমাকে ও আমার স্বামীকে হত্যা করে লাশ গুম করবে বলে হুমকিও দিয়েছে বড়ভাই সিরাজুল ইসলাম। তানজিরা খাতুন আরও বলেন, আমরা এখন ভয়ে বাড়ি থেকে বের হতে পারছিনা। যেকোনো সময় আমাদের উপর হামলা হতেপারে। এব্যাপারে সাতক্ষীরা পুলিশ সুপার এর আশু হস্তক্ষেপ কামনা করছি।




Leave a Reply

Your email address will not be published.