সমাজের আলো: শহরের পলাশপোল ও মুনজিতপুরের ২ টি বাসা লকডাউন করা হয়। ২ টি বাসার ২ জন ব্যক্তি গত ২৪ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। শনিবার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। পজেটিভ ধরা পড়ার পর সাতক্ষীরা সদর থানার কুইক রেসপন্স টিম করোনা সংক্রমণ প্রতিরোধকল্পে এবং এলাকাবাসীর স্বার্থে এই লকডাউন করে। লকডাউন কালে আক্রান্তদের সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। একইসাথে, এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন।

