সমাজের আলো : সাতক্ষীরা পৌরসভার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে নবনির্মিত পাবলিক টয়লেট জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। সোমবার বিকালে সাতক্ষীরা পৌরসভোর সহযোগিতায় ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আর্থিক ও কারিগরী সহযোগিতায় পাবলিক টয়লেটটি নির্মাণ করা হয়।

টয়লেটটিতে নারী-পুরুষের জন্য পৃথক ব্যবস্থা আছে। প্রতিবন্ধীদের টয়লেট ব্যবহারের কথা মাথায় রেখে টয়লেটটি নির্মিত হয়। আধুনিক এ টয়লেটটিতে পায়খানা-প্রসব করার সুবিধাসহ নিরাপদ খাবার পানি, বাচ্চাদের ডায়াপার, নারীদের স্যানিটারি ন্যাপকিন প্রাপ্তি, ব্যাগ বা প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য লকার সুবিধা ও বাচ্চাদের বুকের দুধ খাওয়ানোর স্থান ব্যবহারের সুবিধা রয়েছে। নির্ধারিত সেবা মূল্য পরিশোধের মাধ্যমে টোকেন গ্রহণের মাধ্যমে টয়লেটটি সর্বসাধারণ ব্যবহার করতে পারবে। টয়লেটটি সর্বসাধারনের ব্যবহারের জন্য উন্মুক্ত করেন পৌরসভা মেয়র তাজকিন আহমেদ চিশতি এবং ব্র্যাক ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম ও আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের পরিচালক ড. লিয়াকত আলী, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগী পরিচালক মো. আব্দুস সালাম। এছাড়াও সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ এবং ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published.