সমাজের আলো : সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়ন এলাকায় অসিত দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। তার পাতানো জালে পা দিয়ে সর্বশান্ত হয়েছেন এলাকাবাসি। অসিত দাস ইন্দ্রিরা গ্রামের মৃত গনেশ দাসের পুত্র। এই অসিত দাসের বিরুদ্ধে জাল জালিয়াতির মাধ্যমে জমির দলিল করে নেওয়া ও ব্যবসায়ীর পার্টনারের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।একই এলাকার ভুক্তভোগী অরবিন্দু, আব্দুল হান্নান, মানিকসহ আরও অনেকে অভিযোগ করে বলেন, কয়েকবছর আগে তেতুলতলা এলাকার দিলীপ নামে এক ব্যক্তিকে সুবল ঠাকুর সাজিয়ে সুবল ঠাকুরের এক বিঘা জমি লিখে নেয়। সুবল ঠাকুর তার জমি আব্দুল হান্নানের কাছে বিক্রি করার পর বিষয়টি জানতে পারে তারা। এরপর ওই অসিত দাসের বিরুদ্ধে ক্রয়সূত্র জমির মালিক রামনগর গ্রামের আব্দুল হান্নান বাদি হয়ে সাতক্ষীরা আদালতের সিভিল কোর্টে মামলা করেন। পরে অসিত দাসের ৫ কাঠা জমি দিয়ে স্থানীয়ভাবে মিমাংসা করা হয় বলে ভুক্তেেভাগী হান্নান জানান। ভুক্তভোগীরা আরও জানান, সুবল ঠাকুরের এক বিঘা জমি প্রতারণা করে লিখে নিয়েও ক্ষান্ত হয়নি অসিত দাস। সুবল ঠাকুরের এক ছেলে মানিক ভারতে থাকেন।
সুবল ঠাকুরের ছেলে মানিক ভারতে থাকার সুযোগে সুবল ঠাকুরের কাছ জমি কেনার জন্য চুক্তিপত্র করেন অসিত দাস। এরপর বায়নাপত্রে টাকা অমিত দাসের মাধ্যমে মানিকের কাছে পাঠিয়ে দেয়। কিন্তু অসিত বায়নাপত্রের টাকা না দিয়ে অপরিচিত লোককে সাজিয়ে মোবাইল ফোনের মাধ্যমে সুবল ঠাকুরের সাথে মানিক টাকা বুঝে পেয়েছি এমন কথা শুনিয়ে ৮ বিঘা জমি সুবল ঠাকুরের কাছ থেকে লিখে নেয় প্রতারক অসিত দাস। পরে সুবল ঠাকুরের ছেলে মানিক বাংলাদেশে চলে আসলে ৮ বিঘার জমির টাকা সুবল ঠাকুরের ছেলে মানিককে দেয়নি বলে জানতে পারেন সুবল ঠাকুর ও তার পরিবার। তবে এসব বিষয় নিয়ে স্থানীয় শালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। অসিত দাস এভাবে প্রতারণা করে জমি লিখে নেওয়ায় ব্রেনস্টোক করে কয়েকমাস আগে সুবল ঠাকুর মারা যান। এতে অতিকষ্টে পড়ে সুবল ঠাকুরের ছেলে মানিক ভারতে চলে যায়। তবে আজও সুভল ঠাকুরের ছেলে মানিক দেশে ফিরে আসেনি। শুধু তাই নয়, আপন ভাইয়ের জমি ফাঁকি দিয়ে অসিত দাস পিতার কাছ থেকে সব জমি লিখে নেয় বলে অভিযোগ রয়েছে

