সমাজের আলো : যৌতুক মামলায় আলিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ গ্রেপ্তার হয়েছেন। গত মঙ্গলবার রাত ১.৩০মিনিটে আলিপুর নাথপাড়াস্থ তার নিজস্ব বাসভবন থেকে সাতক্ষীরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর ২০২১ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ১১ (গ) ধারায় যৌতুক ও নির্যাতন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুরাতন সাতক্ষীরা মুন্সিপাড়ার সাইদুজ্জামান খাঁনের মেয়ে আইরিন খাঁন রাকার (৩৯) সাথে সদর উপজেলার আলিপুর নাথপাড়া গ্রামের পিতা মৃত আব্দুল খায়েরের ছেলে আব্দুল লতিফের (৫২) বিয়ে হয়। ০৫-০৫-২০১৭ তারিখে ৫লক্ষ টাকা দেন মোহর ধার্য্যে ওই বিবাহ হয়। বিবাহের পর যৌতুকের দাবিতে মারধর শারীরিক ও মানুষিক নির্যাতন করার অভিযোগে মামলাটি রুজু করে। উক্ত মামলায় তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.