মাদক, গুজব, ইভ্টিজিং, সন্ত্রাস, প্রতিরোধে ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে জনগণের সেবায় সাতক্ষীরা সদরের কাটিয়া পুলিশ ফাঁড়িতে “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মার্চ) বিকেল ৪টায় কাটিয়া পুলিশ ফাঁড়ি চত্বরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফখরুল আলম খান এর সভাপতিত্বে ও ফাঁড়ির ইনচার্জ মোঃ মুস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এ ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।

“ওপেন হাউস ডে” অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স এর ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট সমাজ সেবক ইনসান বাহার বুলবুল, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শফিউদ্দিন ময়না, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি আব্দুস সালাম, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল কবির খোকনসহ কাটিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ওপেন হাউস ডে অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান বলেন, ১৯৭১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে সর্বপ্রথম পুলিশ বাহিনী শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধে গড়ে তোলে। এই পুলিশ বাহিনী রাতদিন সর্বক্ষণ কাজ করছে জনসাধারণের সেবায়। এলাকায় মাদক, গুজব, ইভ্টিজিং, সন্ত্রাস করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সাথে সাথে প্রত্যেক অভিভাবক দের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার সন্তানের খোঁজ খবর রাখবেন। সে কোথায়, কার সাথে মেলামেশা করছে এটা দেখার দায়িত্ব আপনার। আপনার সন্তানের ভালো পরিবেশ, ভালো সমাজ আপনাকেই তৈরি করতে হবে।
এসময় কাটিয়া পুলিশ ফাঁড়ি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মাদক, গুজব, ইভ্টিজিং, সন্ত্রাসসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ে আলোচনা করেন তিনি।
সমাজের আলো।।




Leave a Reply

Your email address will not be published.