সমাজের আলো : স্বামীর মৃত্যুর পর থেকে সাতক্ষীরা সদরের কুশখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বাবার বাড়িতে এক সন্তানকে নিয়ে বসবাস করেন ফাতেমা খাতুন(৩৮)। অন্যের বাড়িতে বাড়িতে যেয়ে পবিত্র কোরআন শরীফ পড়িয়ে কোনমতে চলে তার সংসার। তার সংসারে ছেলে ছাড়াও আছেন এক প্রতিবন্ধী ভাই ও বৃদ্ধা মা। কুশখালী ইউপির ৪, ৫, ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বর আফরোজা খাতুন সখি ফতেমার সম্পর্কে খালা হন। সেই সুবাদে বছর খানেক আগে সংসারের অভাব অনটনের কথা মহিলা মেম্বরকে জানান ফাতেমা খাতুন। এ বছরের জানুয়ারীতে সরকার ভিডবিøউবি এর কার্ড দেওয়ার ঘোষণা দিলে মহিলা মেম্বর আফরোজা খাতুন সখি ফাতেমা খাতুনের কাছ থেকে আইডি কার্ড নিয়ে আসেন এবং ভিডব্লিউবি’র কার্ডের জন্য অনলাইনে আবেদন করিয়ে দেন। এরপর কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি ওই আবেদন যাছাই-বাছাই করেন। অভাব অনটন ও পারিবারিক অবস্থার কথা চিন্তা করে যাছাই বাছাইয়ে ফাতেমা খাতুনের কার্ডটি বৈধ বলে ঘোষণা করেন। এরপর মহিলা মেম্বর আফরোজা খাতুন ফাতেমা খাতুনকে ডেকে এনে ভাদড়া মোড়ের ব্যাংক এশিয়া এজেন্ট পয়েন্টে একটি একাউন্ট করান এবং বলেন, ‘চাউল আসলে ফাতেমা খাতুনকে জানানো হবে।’ এরপর ৬ বার চাউল দেওয়া হয়েছে। তবে কার্ড ও চাউলের ব্যাপারে কিছুই জানেননা ফাতেমা খাতুন। তাকে জানাননি মহিলা মেম্বর আফরোজা খাতুন সখি। গোপনে গোপনে ওই চাউল উত্তোলন করে খাচ্ছেন মহিলা মেম্বর আফরোজা খাতুন সখি।

বৃহস্পতিবার সকালে কুশখালী ইউনিয়নের ভিডব্লিউবি’র কার্ডপ্রতি ৩০ কেজি করে চাউল বিতরণকালে সরেজমিনে যেয়ে জানা যায়, স্ব-স্ব কার্ডধারীরা টিপসহি দিয়ে চাউল উত্তোলন করলেও চাউল নিতে আসেননি ফাতেমা খাতুন বা তার পরিবারের কোন সদস্য। পরবর্র্তীতে মাস্টাররোলের ৫৭ নং সিরিয়ালে টিপসহি দিয়ে ফাতেমা খাতুনের ৩০ কেজি চাউল উত্তোলন করে নিয়ে যান মহিলা মেম্বর আফরোজা খাতুন সখি। এছাড়া মাস্টাররোলে বাবা অথবা স্বামীর নাম থাকার কথা থাকলেও মহিলা মেম্বর বুদ্ধিখাটিয়ে মাস্টাররোলে বাবা/স্বামীর স্থলে নাম দিয়েছেন ফাতেমা খাতুনের ছেলে আমজাদ হোসেনের।
পরবর্তীতে ফাতেমা খাতুনের বাড়িতে সরেজমিনে যেয়ে ফাতেমা খাতুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘কার্ড করার কথা বলে মহিলা মেম্বর আমার কাছ থেকে আইড কার্ড নিয়েছিলেন এবং ব্যাংক একাউন্ট ও করিয়েছেন। তবে আমি একবারও চাউল পায়নি। চাউল আসলে মহিলা মেম্বর আমাকে জানাবেন বলে জানিয়েছিলেন। তবে চাউল আসার বিষয়টি আপনার কাছ থেকে জানলাম। মহিলা মেম্বর আমাতে জানাননি।’
চাউল উত্তোলনের বিষয়টি জানতে চাইলে মহিলা মেম্বর প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে বলেন, ‘ফাতেমা খাতুন আমার আত্মীয় হয়। এ কারণে তার নামে আমি চাউল উত্তোলন করি। বিষয়টি পরিষদের সকলেই জানেন।’
কুশখালী ইউপি চেয়ারম্যান মাও. আব্দুল গফফার বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। যদি জানতাম তবে কার্ড আটকে দিতাম।’
সাতক্ষীরা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। যদি এমন ঘটে তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *