সমাজের আলো: নদী ও খাল বাঁচাও ভুমিহীনদের পুনর্বাসন কর-এই স্লোগানকে সামনে সাতক্ষীরা সদর উপজেলার প্রভাবশালী কর্তৃক দখলকৃত খালের জায়গা উচ্ছেদসহ সরকারি খাস জমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের মাঝে পুনর্বাসনের দাবিসহ ঘনবসতি ঘরবাড়ি এলাকায় ইটভাটা স্থাপনের ফলে পরিবেশ দূষিত হওয়ার প্রতিবাদে জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ এপ্রিল বুধবার বিকেলে বাবুলিয়া বাজারস্থ সড়কে জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সহ-সভাপতি সেলিম হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাজান আলী ছোট বাবুর সঞ্চলনায় মানববন্ধন ও পথসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক ও জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ গাজী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, জেলা ভুমিহীন সমিতির অর্থ সম্পাদক কাজী আব্দুল আলিম, সদর উপজেলার ভুমিহীন সমিতির সভাপতি ইউসুফ আলী, পৌর ভুমিহীন সমিতির সভাপতি আশরাফুল ইসলাম গাজী, সংগঠনের সদস্য উৎপল মন্ডল, লাবসা ইউনিয়ন ভুমিহীন সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম প্রমূখ।




Leave a Reply

Your email address will not be published.