আজহারুল ইসলাম সাদীঃ ব্যাপক উৎসব উদ্দিপনার মধ্য দিয়ে এবং সামাজিক দুরত্বতা বজায় রেখে সারি বদ্ধ হয়ে দাঁড়িয়ে থেকে ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ হয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা জেলার ৬ নং ভোমরা ইউনিয়নের শাখরা কোমরপুর, এ জি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মার্ট কার্ড বিতরণ এর উদ্বোধন করেন ৬ নং ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর। এসময় উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসরাইল গাজী, ইউপি সচিব মোঃ রেজাউল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ১,২ ও, ৩ নং ওয়ার্ডের মোছাঃ হামিদা খাতুন, ৪,৫ ও ৬ নং ওয়ার্ড এর মোছাঃ আম্বিয়া খাতুন, ৭ ৮ ও ৯ নং ওয়ার্ড এর মোছাঃ আম্বিয়া খাতুন লাভলী, ১ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ আশরাফুল ইসলাম, ২ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ আব্দুল গণি, ৩ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ সাহেব আলি, ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য সাজ্জাদ আলি, ৬নং ওয়ার্ড এর ইউপি সদস্য জালাল উদ্দীন গাজী, ৭ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ মোসলেম আলি, ৮ নং ওয়ার্ড এর ইউপি সদস্য আব্দুস সাত্তার ও ৯ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান ১/১/২০০২ বা তার পূর্বে যাদের নিবন্ধন করা হয়েছে সে সকল ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। নতুন স্মার্ট কার্ড পেয়ে ভোটাররা বলেন, সোনার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং যাবেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ভোটারদের হাতে স্মার্ট কার্ড তুলে দিচ্ছে, এ জন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ভোমরা ইউনিয়নে সকাল সাড়ে ১০ ঘটিকা থেকে বিকেল ৩ ঘটিকা পর্যন্ত ১০৯২ জন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।




Leave a Reply

Your email address will not be published.