সমাজের আলো : সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের পরানদহা আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ আলোচনা সভায় মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপত্বিতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান। তিনি বলেন, ১৯৭৫ সালের এই কাল রাতে বাঙালী জাতির ইতিহাসে কলংক লেপন করেছিল সেনা বাহিনীর কিছু বিপদগামী উশৃংঙ্খল সদস্যরা। ঘাতকের নির্মম বুলেটে সেদিন ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে শাহাদাত বরণ করেছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। আর সেই নৃশংষ হত্যাকান্ডের শিকার হয়েছিল বঙ্গবন্ধুর সহধর্মীনি সহ পরিবারের ২৮ সদস্য। এই দিবসটি বাঙালী জাতির জন্য অত্যান্ত শোকাবহ দিন আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সেদিন বঙ্গবন্ধু সহ তার পরিবারের যে সকল সদস্যরা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি৷ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন৷ আলোচনা সভা শেষে উক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক ক্বারী মোঃ আওয়াল জাতির জনকের পরিবারের জন্য বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন




Leave a Reply

Your email address will not be published.