সমাজের আলো  : সাতানি ভাদড়া স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। জাতীয় কর্মসূচীর আলোকে সূর্যদয়ের সাথে সাথে কলেজিয়েটের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের নেতৃত্বে কলেজিয়েটের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ একাত্তরের মহান মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের উদ্দেশ্যে কলেজিয়েটের সভাকক্ষে মহান বিজয় দিবস উপলক্ষে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। সেখানে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর তারেক আহমেদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতানি কলেজিয়েটের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।এছাড়াও শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে আলোচনা সভায় প্রধান অতিথি মীর তারেক আহমেদ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ ধারন করে দেশকে এগিয়ে নিতে হবে, সে কারনে বিজয়ের এই দিনে সকলকে এক হয়ে কাজ করে যেতে হবে এবং বঙ্গবন্ধুর সোনার এবং সমৃদ্ধশালী দেশ গঠনে অঙ্গিকার এবং দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে কাজ করে যেতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে। মুক্তিযোদ্ধাদের সন্তান ও তাদের পরবর্তী প্রজন্মের লেখাপড়ায় সহায়তা ও উৎসাহ প্রদানের জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যায়নরতদেরকে অন্তর্ভুক্ত করেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *