সমাজের আলো। ।সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাসুদেব কুমার সানার বিরুদ্ধে বদলি বাণিজ্যসহ অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়মনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমা বদলি ও বহিরাগত শিক্ষকদের নিয়োগ দিয়ে বাণিজ্য করেছেন। বদলির বিষয়ে সরকারি নিয়ম না মেনে ২০ %-এর স্থলে ৫০%-এরও বেশি বহিরাগত শিক্ষকদের বাইরের উপজেলা থেকে এনে মোটা অংকের টাকার বিনিময়ে বিভিন্ন বিদ্যালয়ে এনেছেন। প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে উপজেলায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়ছে। তার কালো থাবা পড়েছে সদর উপজেলার ২০১টি প্রাথমিক বিদ্যালয়, ১টি বিশেষায়িত শিশু কল্যাণ বিদ্যালয় ও ১টি পরীক্ষণ বিদ্যালয়ে। স্থানীয় শিক্ষকরা জিম্মি হয়ে পড়েছেন এই শিক্ষা কর্মকর্তার কাছে। শিক্ষকদের পেনশনের কাগজপত্র প্রস্তুত, জিপিএফ লোন, টিএ বিল, বিদ্যুৎবিল, স্কুল কন্টিজেন্সি, ডেপুটেশন, নারী শিক্ষকদের মাতৃত্বকালীন ছুটি ও অর্জিত ছুটি মঞ্জুর করতে বাসুদেব কুমার সানাকে ঘুষ দিতে হয়। শুধু তাই নয়, কেনাকাটায় দুর্নীতি, স্কুল পরিদর্শনের নামে উৎকোচ নেয়া, পরীক্ষা খাতা মূল্যায়নে অনিয়মসহ বিভিন্ন ধরনের অভিযোগও রয়েছে। একাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ করেন, বিদ্যালয়ের উন্নয়ন কাজের বিল ও স্লীপের ৫০ হাজার টাকা নিতে গিয়েও তাকে ৩ থেকে ৫ হাজার টাকা দিতে হয়েছে। সাধারণ বদলির ছাড়পত্র অথবা যোগদানের ক্ষেত্রেও এই শিক্ষা কর্মকর্তা টাকা নিয়ে থাকেন। ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাসুদেব কুমার সানার এই সকল দুর্নীতির অন্যতম সহযোগী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের জুনিয়র ক্লার্ক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ওয়াদুদ আহমেদ। তিনিও ঘুষের টাকায় সাতক্ষীরা পৌরসভার কামালনগরে বাড়িসহ জমি কিনেছেন।তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। ওয়াদুদ শিক্ষা অফিসটি টাকা আদায়ের কারখানা করেছে।




Leave a Reply

Your email address will not be published.