মনিরুল ইসলাম মনি: সাতক্ষীরার সদর ও কলারোয়া উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচি হতদিরদ্রের জন্য ১৫ টাকা কেজী দরে চাল দীর্ঘদিনের পুরনো, পচা, দুর্গন্ধ ও পোকাধরা নিম্নমানের চাল বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। আর এসব চাল সাতক্ষীরা সদর ও কলারোয়া খাদ্যগুদাম থেকে সরবরাহ করে হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ডিলাররা।

জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারীর মাঝে ডিলারের মাধ্যমে ১৫ টাকা (পূর্বে ১০ টাকা) কেজি দরে চাল বিক্রি করা হচ্ছে। অতি কষ্টে উপার্জনকৃত টাকা দিয়ে এসব এলাকার হতদরিদ্র মানুষেরা ৩০ কেজি চাল সংগ্রহ করে বাড়িতে গিয়ে চালের বস্তা খুলে দীর্ঘদিনের পুরনো, পচা, দুর্গন্ধ ও পোকাধরা চাল দেখতে পাওয়ায় হতাশ ও ক্ষুদ্ধ হচ্ছেন এলাকার হতদরিদ্র মানুষেরা। যদিও এবিষয়ে সংশ্লিষ্ঠ ডিলাররা গুদাম কতৃপক্ষকে অবহিত করলেও বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না সংশ্লিষ্ট গুদাম কর্তৃপক্ষ।
গত বৃস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা, কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া, হেলাতলাসহ অধিকাংশ ডিলার পয়েন্টে খাদ্য গুদাম কতৃপক্ষ কতৃক সরবরাহকৃত পুরনো, পচা, দুর্গন্ধ ও পোকাধরা চাল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারী হতদরিদ্র মানুষের নিকট বিক্রি করার অভিযোগ উঠেছে।
সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের কাজল ঘোষ, নিত্যনন্দ, জাহানারা বেগম, কলারোয়া উপজেলার রহিমা খাতুন, হোসেন আলী, ছখিনাসহ একাধিক ভুক্তভোগী জানান, বর্তমানে ১৫ টাকা দরে যে চালগুলো দেওয়া হচ্ছে, তা পঁচা, দুর্গন্ধ ও পোকাধরা খাওয়ার উপযুক্ত নয়। এমনকি গরু বা হাস-মুরগির এ চাল দিলে তা খাচ্ছে না। তাদের অভিযোগ, কষ্টে উপার্জন করা টাকা দিয়ে খাওয়ার অনুপোযোগী এ চাল নিয়ে এখন আমরা কি করবো ? আবার  নষ্ট চাল ফেরত দিতে গেলে ডিলাররা খাদ্য অফিসে যেয়ে ফেরত দেয়ার জন্য বলছেন। যার ফলে এসব চাল ক্রয় করা হতদরিদ্র মানুষেরা হতাশ ও ক্ষুদ্ধ হয়ে বিষয়টি তদন্তে সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে সদর ও কলারোয়া উপজেলার একাধিক ডিলার সরবরাহকৃত চাল কিছুটা পঁচা, দুর্গন্ধ থাকার বিষয়টি জানালেও তারা বলেন, খাদ্য গুদাম থেকে চালসহ যে বস্তা আমাদের দেয়া হয় আমরা সেটাই হতদরিদ্রদের মাঝে সরবরাহ করি। এবিষয়ে খাদ্য গুদাম কর্মকর্তা ভালো বলতে পারবেন। তবে এসব ডিলারও খাওয়ার উপযুক্ত চাল সরবরাহের জন্য গুদাম কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।
এদিকে খাদ্যবান্ধব কর্মসূচিতে পঁচা, দুর্গন্ধ ও পোকাধরা চাল বিক্রির বিষয়টি সঠিক তদন্তের দাবি জানিয়েছেন সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ও কলারোয়া উপজেলার সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা একই সাথে হতদরিদ্রদের মাঝে এ চাল সরবরাহ করে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করায় অভিযোগে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার দায়িত্বরত ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তাকে অবিলম্বে দায়িত্ব থেকে অপসারনের জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা প্রশাসক এবং খাদ্য মন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামনা করেন।

এবিষয়ে জানতে সাতক্ষীরা সদর খাদ্য গুদাম কর্মকর্তা ওসি এল এসডি অনিন্দ কুমার দাশ জানান, আমি নতুন যোগদান করেছি চাল নিম্নমানের কিনা আগের কর্মকর্তারা বলতে পারবেন। তার পরেও এবিষয়ে আমি খোজ খবর নেব। কলারোয়া উপজেলার খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি)
মমতাজ পারভীনের সাথে যোগাযোগ করা হলে চালের বিষয়ে তিনি কথা বলতে রাজি হননি।
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাকির হোসেন জানান, নিম্নমানের চালের ব্যাপারে তার কাছে এখনো কোনো ভোক্তা, ডিলার এবং ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা কিছুই জানাননি। সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি খতিয়ে দেখবেন বলে জানান।

ছবি আছে:
মনিরুল ইসলাম মনি, ১৫/৪/২০২৩




Leave a Reply

Your email address will not be published.