সমাজের আলো : সাতক্ষীরা-৯৩ এর উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ জুলাই) বিকাল ৫ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসএসসি ৯৩ ব্যাচ ও অতিরিক্ত জেলা প্রশাসক এমএম মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির এসময় আরো উপস্থিত ছিলেন এনডিসি আজহার আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল আমিন। সাতক্ষীরা-৯৩ ফ্রন্ট লাইনার বন্ধু দের মধ্য থেকে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু,উপস্থিত ছিলেন ওবাদুর রহমান লিটন, মাসুদার রহমান বাবু, আব্দুল কাদের, শাহিনুর রহমান বাবু, সহকারী অধ্যাপক মোঃ হাবিবুল্লাহ প্রমূখ। করোন মুমূর্ষ রোগীদের বাড়ীতে বিনামূল্যে অক্সিজেন সিলিণ্ডার পৌঁছে দেয়া ৩০ টি সিলিণ্ডার দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে।অচিরেই এম্বুলেন্স ও মেডিসিন কার্যক্রম শুরু হবে। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তার উদ্বোধনী বক্তব্য বলেন জেলার স্বাস্থ্য বিভাগ, জেলা পর্যায়ের সকল সরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে এই করোনা মহামারী আমাদের নিয়ন্ত্রণ করতে হবে আমরা ৯৩ এই উদ্যোগকে সাধুবাদ ও স্বাগত জানান তিনি




Leave a Reply

Your email address will not be published.