সমাজের আলো : যশোরে চড়া সুদের কারবারিতে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগে এক নারীর বিরুদ্ধে আদালতে পৃথক সাতটি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম মামলাগুলো আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। সাতটি মামলার একমাত্র আসামী মনিরা বেগম যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার রবিউল ইসলামের স্ত্রী।বাদী সাতজন হলেন: যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের রঞ্জনের স্ত্রী ভাদুরী রাণী, ধনী কর্মকারের স্ত্রী প্রমীলা কর্মকার, খোকন সরদারের স্ত্রী ইলা সরদার, শংকর কর্মকারের স্ত্রী চঞ্চলা কর্মকার, নিমাই কর্মকারের স্ত্রী ভুলামনি কর্মকার, শংকর কর্মকারের স্ত্রী রিতা রাণী কর্মকার ও কমল কস্তার স্ত্রী রুপালী কস্তা।

অভিযোগের বিষয়ে মনিরা বেগম সাংবাদিকদের বলেন, আমাকে ফাঁসাতে ষড়যন্ত্রমূলকভাবে কয়েকজন মিথ্যা অভিযোগ করেছে। আমি নিজে স্থানীয় সমিতি থেকে ঋণ নিয়ে ভাদুরি রানী, তার স্বামী রঞ্জন ও ইলা সরদারকে দিয়েছিলাম। তারা ওই ঋণের কিস্তির টাকা পরিশোধ করছে না। তাদের কাছ থেকে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া আছে, এটা সত্য। কিন্তু এখানে আমার কোনো লাভ নেই। দুঃসময়ে টাকা দিয়ে আমি তাদের সহায়তা করেছি।বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার কাজী রিফাত রেজওয়ান সেতু জানান, যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার মনিরা বেগমের কাছ থেকে চড়া সুদে ঋণের টাকা নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মানুষ নিঃস্ব হয়েছেন। এ রকম সাত নারী সাতটি পৃথক মামলা করেছেন। আদালতের বিচারক মামলাগুলো আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্যে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *