সমাজের আলো : সাদা পোশাকে থাকা কোনো বাহিনী বা সংস্থার সদস্যরা পিস্তল বা বন্দুকজাতীয় অস্ত্র দেখিয়ে বহন করতে পারবেন না। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়িসহ সব গাড়ি বাধ্যমূলক নিবন্ধন করতে হবে। সচিবালয়ে শুধু যথাযথভাবে অনুমতিপ্রাপ্ত গাড়িই প্রবেশ করবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে প্ররক্ষার (প্রটেকশন) গাড়ির অনুমোদন না থাকলে সচিবালয়ে প্রবেশ করা যাবে না। এসব বিষয় নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের চিঠি দেওয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.