সমাজের আলোঃ সাতক্ষীরার জেলা প্রশাসনের সহযোগিতায় সাতক্ষীরার গুরুত্বপূর্ন বড় বাজার ও মার্কেট এবং  কাপড়ের বাজারে যাওয়ার জন্য তিনটি একমুখী প্রবেশ  পথ এবং  একটি মাত্র   বাহির হওয়ার পথ করা হয়েছে। এর ভেতরে  একমুখী প্রবেশ পথ গুলো যথাক্রমে  পাকা পুলের মোড়,
সদর থানার পাশ দিয়ে কাপড় বাজারের রাস্তা এবং পৌর দীঘির দক্ষিণ পশ্চিম পাশ দিয়ে কাপড় বাজার মুখী রাস্তায় করা হয়েছে। এবং  বাহির হওয়ার পথ টি
ব্যাংক রোড সুলতানপুর বড় বাজারের সাথে যুক্ত করে করা হয়েছে। জেলা প্রশাসন
সকলকে এ সকল পথ যথাযথ ভাবে  ব্যবহার করার জন্য অনুরোধ করেছেন এবং
 যারা বজারে আসতে চান তাদের মাস্ক পরে এবং খোলা ছাতা নিয়ে  বাজারে প্রবেশ করার জন্য নির্দেশ দিয়েছেন। সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসনের উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে সাতক্ষীরাবাসী। সেই সাথে অনেকের দাবী, যেহেতু ঈদ কে কেন্দ্র করে সব বাজার গুলোতে কেনাকাটা বাড়ার সম্ভবনা বেশি তাই যদি এরকম উদ্যোগ জেলা সদরসহ পাটকেলঘাটা, পারুলিয়া, কলারোয়া, দেবহাটার মত স্থানে এমন ধরনের উদ্যোগ নেওয়া যেতো তাহলে সামাজিক দূরত্ব বজায় থাকতে অনেক ভূমিকা রাখতো।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *