সমাজের আলোঃ মিথ্যা মানহানীর অভিযোগ তুলে সিদ্দিক আকন্দ নামের এক যুবককে গলায় জুতার মালা দিয়ে পুরো গ্রাম ঘুরানোর অভিযোগে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ৭ গ্রাম্য মাতাব্বরকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়খালী ইউনিয়নের হাটমাগুড়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
মামলার সুত্র ও পুলিশ জানান, গত ১১ জুলাই ওই গ্রামের প্রভাবশালী খানবাড়ির লোকজন সিদ্দিক আকন্দের বিরুদ্ধে এক নারীর ইজ্জত লুন্ঠনের অভিযোগ তুলে । এবং তার কাছে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা চায়। না দিলে তাকে দোষী সাব্যস্ত করে গ্রামে অপপ্রচার চালায়। গত ২০ জুলাই হাটমাগুড়া গ্রামের নওশের আলী খানের বাড়িতে জোরপূর্বক সালিশী বৈঠকের আয়োজন করে। ঐ বৈঠকে সিদ্দিক নিজেকে নিজেকে নির্দোষ দাবী করলে সালিশের মাতাব্বররা তাকে মারধর করে গলায় জুতার মালা দিয়ে হাটমাগুড়া বাজার ও পুরো গ্রাম ঘুরে নিয়ে বেড়ায়। এ ঘটনার পর সিদ্দিক থানায় ঐ গ্রামের ২২ জন মাতাব্বরকে বাদী করে মামলা করলে পুলিশ গত বুধবার ভোররাতে ঐ গ্রামের উজ্জল খান গেন্দা (৫০), বাদশা খান(৫২), জুলহাস খান (৪৫), আজম খান(৪৮), মোনায়েম খান (৪৫), মোখলেছুর রহমান ( ৩৫) কামরুল ইসলাম (৩২)কে গ্রেফতার করে।

তাদের কে জেলা হাজতে পাঠায়। ঘটনাটি এলাকায় টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *