সমাজের আলো: স্মার্টফোন কিনতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪১ হাজার ৫০১ জন অস্বচ্ছল শিক্ষার্থীকে সুদবিহীন ঋণ দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। করোনা মহামারির কারণে উদ্ভূত পরিস্থিতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতেই আর্থিকভাবে অস্বচ্ছল এসব শিক্ষার্থীকে স্মার্টফোন কিনতে সুদবিহীন ঋণ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের এসব শিক্ষার্থীর প্রত্যেকে সর্বোচ্চ ৮ হাজার টাকা ঋণ পাবে। বুধবার (৪ নভেম্বর) অনলাইন প্লাটফর্মে আয়োজিত এক সভায় শিক্ষার্থীদের স্মার্টফোন কিনতে সুদবিহীন ঋণ দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। ইউজিসি সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, শিক্ষার্থীদের এ ঋণ দিতে অর্থ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ অর্থ বছরের বার্ষিক বরাদ্দের বিপরীতে অগ্রিম হিসেবে সংশ্লিষ্ট খাতে সংশোধিত বাজেটে বরাদ্দ দেয়া হবে।




Leave a Reply

Your email address will not be published.