সমাজের আলো : সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশনের নির্বাচন: ভোমরা স্থলবন্দরে উত্তেজনা 1 Share ৬ ফেব্রুয়ারি ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটার তালিকায় কলেজের প্রভাষক, সাতক্ষীরা জজ কোর্টের পেশকার, বিদ্যালয়ের শিক্ষক ও দপ্তরী, ইউনিয়ন পরিষদের সদস্য, আমদানীকারক এবং এই প্রতিষ্ঠানের সদস্য নয় এমন ব্যক্তিদের নাম থাকায় সংগঠনের সদস্যদের মাঝে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জেডিএল-এর নির্দেশনা উপেক্ষা করে নির্বাচন করার অভিযোগ উঠেছে। গত ১ জানুয়ারি ২০২১ তারিখে গঠিত নির্বাচন কমিশন নির্বচনী তপশীল ঘোষণা করে। তপশীল অনুযায়ী ১৪ জানুয়ারি ২০২১ তারিখ প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১৬ জানুয়ারি ২০২১ তারিখ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেখানে সংগঠনের সদস্য বা ভোটার নয় এমন একাধিক ব্যক্তি ও বহিরাগতদের নাম রয়েছে। ভোটার তালিকায় ভুল ত্রুটি সংশোধন ও আপত্তির সুযোগ দেয়া হয়নি। যে কারণে নির্বাচন কমিশনের প্রতি সাধারণ সদস্যরা আস্থা হারিয়ে ফেলেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও বিভাগীয় শ্রম অধিদপ্তরে (জেডিএল) ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশন রেজিঃ নং-খুলনা ২১২৯ এর গঠিত নির্বাচন পরিচালনা কমিটি বাতিল ও ভোটার তালিকা সংশোধন করে কার্যনির্বাহী কমিটির নির্বাচন করার জন্য সংগঠনের সদস্যদের পক্ষ থেকে একটি অভিযোগ দাখিল করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশনের নির্বাচনসহ সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। ভোটার তালিকায় ১৮নং ক্রমিকে আব্দুল খালেক যিনি শ্রীরামপুর কলেজের প্রভাষক, ৮৪নং ক্রমিকে আব্দুল গফুর সাতক্ষীরা জজ কোর্টের একজন পেশকার, ১২৯নং ক্রমিকে স্বপন সরদার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ২৮৬নং ক্রমিকে কবিরুল ইসলাম বর্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী, ৩১০নং ক্রমিকে মোসলেম আলী ভোমরা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য, ৪৪৮নং ক্রমিকে দিলীপ অধিকারী প্রতিষ্ঠানের সদস্য নয়, ৪৭২নং ক্রমিকে কিনু কুমার আমদানীকারক, ৪৮১নং ক্রমিকে তপন কুমার বিশ্বাস তিনি পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকসহ এমন একাধিক ব্যক্তি ও অসংখ্য বহিরাগতদের নামও ভোটার তালিকায় অন্তর্ভূক্ত রয়েছে। অপরদিকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ১৮) এর ধারা এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং৭৩৭২/২০১১ এবং ৪৩১৬/২০১৪-এর ৮ জুলাই ২০১৪ তারিখের আদেশ মোতাবেক ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচন পরিচালক ও রেজিষ্টার অব ট্রেড ইউনিয়ন এর তত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার নিয়ম রয়েছে। এ বিষয়ে এ দপ্তরের গত ৬ জানুয়ারি ২০২১ তারিখের ৪০.০২.০০০০.১০৩.৩৪.০৫৬.১৪-২৫/১(৪) নং পত্রে নির্দেশনা দেওয়া হয়েছিল। অভিযোগ পত্রে উল্লেখিত উত্থাপিত আপত্তি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত এবং নির্বাচনী কর্মকান্ডে এ দপ্তরকে সম্পৃক্ত না রেখে নির্বাচন অনুষ্ঠিত হলে তা আইন সম্মত হবে না বলে উল্লেখ করেন। সেই নির্দেশনা উপেক্ষা করে ত্রুটিপুর্ণ ভোটার তালিকা নিয়ে আগামী ৬ ফেব্রুয়ারি নির্বাচন করার উদ্যোগ নেয়ায় ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশনের সদস্যদের মাঝে চরম উত্তেজনা ও ক্ষোভ দেখা দিয়েছে।

