সমাজের আলো : সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে বনবিভাগের পৃথক অভিযানে অভয়ারন্য অঞ্চলে কাঁকড়া ধরার সময় ৪ জেলে আটক হয়েছে। অপর এক ঘটনায় বন বিভাগের সদস্যরা গহিন সুন্দরবনের কালিরচর এলাকায় অভিযান চালিয়ে ৪টি নৌকা আটক করে। তবে এসময় কোন জেলেকে আটক করতে পারেনি বনবিভাগ। বুধবার সকাল ৬টায় বনবিভাগের সদস্যরা অভিযান পরিচালনা করেন। উভয় ঘটনাটি সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিস নিশ্চিত করে।
সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এমএ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে কলাগাছিয়া নদীতে বিনা অনুমতিতে কাঁকড়া ধরার সময় কলাগাছিয়া টহল ফাঁড়ির ওসি মনির হোসেনের নেতৃত্বে সদস্যরা ৪ জেলেকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০ কেজি কাঁকড়াসহ আনুসঙ্গিক মালামাল জব্দ করে। অপর এক অভিযানে গহিন সুন্দরবনের কালিরচর এলাকায় এফজি আবু বক্কারের নেতৃত্বে সদস্যরা অভিযান চালিয়ে ৪টি নৌকা আটক করে। এসময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে জেলেরা সুন্দরবনে সটকে পড়ে। আটক ৪টি নৌকা ধ্বংস করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়।
আটককৃত জেলেরা হলো-শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বুড়িগোয়ালিনী গ্রামের মুজিবর গাজীর ছেলে রুবেল এবং একই গ্রামের গোলাম মোস্তফা সরদারের ছেলে এনামুল হক, শাহাজান সরদারের ছেলে মনিরুল ইসলাম ও সিদ্দিক মোল্যার ছেলে আলাউদ্দীন মোল্যা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *