রবিউল ইসলামঃ সরকারী ভাবে সুন্দরবনে মধু আহরণের অনুমতি দেওয়া হয় প্রতি বছরের ১ এপ্রিল। এবছর মধু আহরণের অনুমতি দেওয়ার আগেই একশ্রেনীর চোরা মধু আহরণকারী সুন্দর বনে প্রবেশ করে মধু আহরণ শুরু করেছে। ফলে মধুর চাক শুন্যে হতে চলেছে। ফেব্রয়ারীর শেষ সপ্তাহে কিছু খলিসা ফুল ফুটতে দেখা যায়। খলিসা ফুলেরে মধু সর্ব মহলে সমাদৃত হওয়া অন্য ফুলের মধুর তুলনায় এর দামটা বেশী। এসময় কিছু অসাধু জেলে মাছ ও কাাঁকড়া ধরার অনুমতি নিয়ে মধু সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছে। কাশিমাড়ী গ্রামের আসাদুল নামের এক মৌয়াল বলেন,সরকারী ভাবে মধু সংগ্রহের অনুমতির এক মাস আগে এক শ্রেনীর জেলে সুন্দর বনে প্রবেশ করে মধু সংগ্রহ করছে। আমরা যখন অনুমতি নিয়ে সুন্দরবনে যাব তখন চাক ছাড়া কিছু মিলবে না। নওয়াবেঁকী গ্রামের মৌয়াল কামরুল বলেন,মধুর মৌসুমে একটা পরিপূর্ণ মধুর চাকে ২০/২৫ কেজি মধু পাওয়া যায়। এবং ঐ চাক থেকে ৬/৭বার ঐ পরিমান মধু সংগ্রহ করা যায়। কিন্ত যারা চোরা মধু আহরণকারী তারা অকালে আহরণ করার কারনে চাকে ৩শ থেকে ৫শ গ্রাম মধু পায়। যার বর্তমান বাজার মুল্যে ৫শ টাকা। গত ২০২০ সালে মধু আহরণের লক্ষ্য মাত্রা ছিল ৫০০হাজার কুইন্টাল। প্রতি কুইন্টাল মধু আহরণের জন্য ৭৫০টাকা, প্রতি কুইন্টাল মোমের জন্য এক হাজার টাকা রাজস্ব নির্ধারন ছিল।

লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌছাতে পারেনি অধিকাংশ মৌয়াল মধু আহরনের সময় নৌকায় ১০জন মৌয়াল অবস্থান করতে পারে একটি নৌকা মধু আহরনের জন্য প্রস্তুত করতে খরচ হয় লক্ষাধিক টাকা। লক্ষ্যমাত্রা অনুযায়ী মধু আহরণ করতে না পারলে মহাজনের নিকট থেকে নেওয়া টাকা দিতে হিমশিম খেতে হয়। বন বিভাগ থেকে অনুমতি নিয়ে সুন্দর বনে ১৫ দিন অবস্থান করে জন প্রতি ৫০ কেজি মধু আহরণ করতে পারবেন এমন নির্দেশনা রয়েছে সরকারী ভাবে। অতিরিক্ত মধু আহরণের জন্য বাড়তি রাজস্ব দিতে হবে মৌয়ালদের। চোরা মধু আহরনের ব্যাপারে বুড়িগোয়ালিনী ফরেষ্ট কর্মকর্তা সুলতান আহম্মেদ বলেন, আমরা ইতিমধ্যে সকল ক্যাম্প ইনচার্জকে সতর্ক করে দিয়েছি। এব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি এবং নির্দেশনা ও দিয়েছি। গত বছর আবহাওয়া অনুকুলে থাকায় সুন্দরবনে গাছে গাছে ফুলে ভরা ছিল। মধু আহরণের লক্ষ্য মাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা থাকলেও করোনার কারনে সেটা সম্ভব হয়নি। এবছর মৌয়ালরা মনে করছেন চোরা মধু আহরণকারী ঠেকাতে না পারলে ক্ষতিগ্রস্থর সম্ভাবনা রয়েছে। এসব ব্যাপারে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম,এ,হাসান বলেন,আমরা সুন্দরবনে তাড়াতাড়ি অভিযান দিয়ে চোরা মধু আহরণকারী থাকলে আইনগত ব্যবস্থা নেব।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *