সমাজের আলো ঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ হাডডরার খাল এলাকায় বন বিভাগের কালাবগী স্টেশন ও নলিয়ান কোষ্টগার্ড যৌথভাবে অভিযান চালিয়ে ২৩ কেজি হরিণের মাংস ১ টি নৌকা সহ ১ জন হরিণ শিকারীকে আটক করেছে।
আটককৃত হরিণ শিকারী হলেন কালাবগী গ্রামের কওছার গাজীর পুত্র ফারুক গাজী (৩০)। এ সময় তার সাথে থাকা আরও ৩ জন হরিণ শিকারী পালিয়ে যায়।
জানা গেছে গত শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে সুন্দরবনের হাডডরার খালের নিচের দিকে থেকে এ সকল হরিণের মাংস সহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে কালাবগী স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বাদী বন্যপ্রানী আইনে মামলা দায়ের করেছেন ।

