সমাজের আলো: ক্ষমতাচ্যুত মিয়ানমারের নেতা অং সান সু চি‘র বিরুদ্ধে আমদানি-রফতানি আইন ভঙ্গের অভিযোগে মামলা করেছে দেশটির পুলিশ। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে আটক রাখার আবেদন জানিয়েছে নিরাপত্তা বাহিনী। বুধবার (০৩ ফেব্রুয়ারি) পুলিশের নথির বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। রাজধানী নেইপিদোর পুলিশ স্টেশনের নথির বরাতে রয়টার্স জানায়, সামরিক কর্মকতারা সু চি’র বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ওয়াকিটকি উদ্ধার করেছেন। যা অবৈধভাবে আমদানি করা হয়েছে এবং অনুমতি ছাড়াই ব্যবহার হতো বলে বলা হয়। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্তের বিরুদ্ধেও প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইন ভঙ্গের অভিযোগে মামলা করেছে পুলিশ।




Leave a Reply

Your email address will not be published.