শহিদ জয় যশোর প্রতিনিধি  : সোনা ও ফেনসিডিল পাচার চত্রের হোতা দেব কুমার ১২ পিস সোনার বারসহ ধরা যশোরের বিভিন্ন সীমান্ত পথে সোনা, অস্ত্র, ডলার এবং ফেনসিডিল পাচার চলছে বেপরোয়া। যশোরের সীমান্তগুলির মধ্যে সোনা, অস্ত্র, ডলার এবং ফেনসিডিল পাচারে সবার উপরে রয়েছে শার্শার ও বেনাপোল পোর্ট থানার অবৈধ ঘাটগুলি। প্রতিদিন বিপুল পরিমাণ সোনা, অস্ত্র, ডলার এবং ফেনসিডিল পাচার হয় এসব ঘাট দিয়ে। এই পাচার চক্রের অন্যতম হোতাদের মধ্যে আলোচিতদের মধ্যে রয়েছে দেব কুমার হালদার। প্রায় প্রতিদিনই তার সোনা, অস্ত্র, ডলার এবং ফেনসিডিল চালান পাচার হয়। যার মাধ্যমে অঢেল সম্পদের মালিক বনে গেছে দেব কুমার। প্রভাবশালীদের আশির্বাদ থাকার কারণে অনেকটা ফ্রি-স্টাইলেই চলছে তার অবৈধ পাচার ব্যবসা। কিন্তু শেষ রক্ষা হলো না দেব কুমারের। গতকাল শরীরে সোনা সেট করে ভারতে পাচারের আগেই সঙ্গীসহ কুখ্যাত দেব কুমারকে আটক করেছে বিজিবি। এই প্রথম বিজিবির অভিযানে সোনাসহ কোন রাঘব বোয়াল ধরা পড়ল। বিজিবি সূত্র জানায়, ভারতে পাচারকালে যশোরের শার্শা থানার রুদ্রুপুর সীমান্ত থেকে ১২টি সোনার বারসহ দুই শীর্ষ চোরাকারবারিকে আটক করেছে। বুধবার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে ২১ বিজিবি ব্যাটালিয়নের একটি দল তাদের আটক করে। জব্দকৃত সোনার ওজন হচ্ছে ১ কেজি ৪০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। আটককৃতরা হলেন, যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মিন্টু হালদারের ছেলে সোনা, অস্ত্র, ডলার এবং ফেনসিডিল পাচার চক্রের হোতা কুখ্যাত দেব হালদার (৪২) এবং তার পাচিংম্যান একই এলাকার শফিকুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম রনি (২৩)। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, সীমান্তে পথে সোনার চালান ভারতে পাচার হবে বলে খবর আসে। দুপুরে রুদ্রপুর গ্রামের বিলপাড়া এলাকার মেইন পিলার ২২ এর পাশ দিয়ে দুইজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ১২টি সোনার বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বিরুদ্ধে সোনা পাচার আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
সীমান্তের সূত্রগুলো জানায়, দেব কুমার হালদারসহ তার ক্যারিংম্যানরা সোনা পাচারের পাশাপাশি অস্ত্র, ডলার এবং ফেনসিডিল পাচারেও ব্যাপক দক্ষ তারা। দেব কুমার নিজেই তদারকি করে সব ব্যবসায়ের। পুটখালীর অবৈধ তিন ঘাট মালিকের মধ্যে দেব কুমার এক-চতুর্থাংশের মালিক। দেবের ছোট-বড় সোনা, অস্ত্র, ডলার এবং ফেনসিডিল অবৈধ এই পাচার ব্যবসা দেখভাল করে সুব্রত, বাবু ও মধু। তবে, সোনা ও অস্ত্র, ডলার এবং ফেনসিডিল পাচারে দেব কুমারের প্রধান ক্যারিংম্যান মিলন, মনির এবং হাবু। এই চক্রের সাথে আরও রয়েছে, খলসীর সেন্টু, রুবেল, শাহজামাল, আকাশ, জুয়েল, নাজমুল, করিম, হারুণ, আনার, হাবিব, হবি, পুটখালীর আলমগীর, রণি-১, মারুফ, রণি-২ সহ একদল দুর্বৃত্ত। এছাড়াও পুটখালী ও খলসী এলাকার আরও কয়েকজন দেব কুমারের সোনা ও ফেন্সিডিলের চালান পাচারে জড়িত। একইভাবে বেনাপোল দিয়ে আসলাম ও সমীরসহ কয়েকজন সোনার চালান নিয়ে আসে ঢাকা থেকে। যা বিভিন্নভাবে নৌকায় করে খলসি থেকে দেব কুমারের ডেরার আসে। যা গ্রহণ করে দেব কুমারের বিশ^স্ত সুব্রত, বাবু ও মধুসহ কয়েকজন। সেখান থেকে পাচার করা হয় ভারতের ওপারে ঘোনার মাঠ, বন্যবাড়িয়া, খেদাপাড়া, আঙ্গরাইল এবং পুরান বনগাও এলাকার আন্তর্জাতিক মাফিয়া ডন বস্ গৌতম, অপুসাহা, ছোট্টু, বিদ্যুৎ, উত্তম ও ছোট গৌতমের সিন্ডিকেটের ডেরায়। তবে আলোচিত এই সিন্ডিকেটটি নিয়ন্ত্রণ করে মাফিয়া ডন বস্ গৌতম। একই ভাবে একই পাচারকারীদের মাধ্যমে বস্ গৌতমের সিন্ডিকেটের ডেরা থেকে অস্ত্র, ডলার ও ফেনসিডিল নিয়ে আসা হয় পুটখালীর দেব কুমারের ডেরায়। দেব কুমারের সোনার যোগান দেয় বস্ গৌতমের এপারের সিন্ডিকেট গুলো ঢাকার তাঁতীবাজারের মিন্টু, সোহাগ, রাম এবং খবির উদ্দীনসহ আরও ৬/৭ জন। দেব কুমারের সোনার চালানের গন্তব্যও শার্শা-বেনাপোলের অবৈধ বিভিন্ন সীমান্ত ঘাট পেরিয়ে ভারতের ওপারে গৌতমের ডেরায়। সূত্র মতে, বর্তমানে দেব কুমারের সোনার চালান যাচ্ছে বস্ গৌতম, ছোট গৌতম, বিদ্যুৎ, উত্তমের সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন পাচারকারীর ডেরায়। বর্তমানে দেব কুমারের সোনার বড় বড় চালানগুলো নেয় বস্ গৌতম। এরপরই সোনার চালান যায় ভোলানাথ, সুকো এবং সত্য ওরফে ছোট্টুর ডেরায়। এছাড়া, দেব কুমারের সোনার চালান বিভিন্ন সময়ে অপু, ডাকু, দীপংকর ও রাজিব সিন্ডিকেটের ডেরায়ও পৌছায়। সম্প্রতি এপার-ওপারের সিন্ডিকেটসহ সবঘাট ম্যানেজ করে দেব কুমারের সোনা পাচার বেড়েই চলেছে। শার্শা-বেনাপোলের অবৈধ বিভিন্ন সীমান্তের সিন্ডিকেট প্রধান দেব কুমার কখনও রুট পাল্টায় না, ক্যারিংম্যান পাল্টায়। সীমান্তের সূত্রগুলো আরও জানায়, আলোচিত দেব কুমারের সিন্ডিকেটের দিয়ে সোনার চালান ওঠে যশোর শহরতলীর উপশহরের একটি বাড়িতে। সেখান থেকে হাসপাতালের সামনের একটি ক্লিনিকের এ্যাম্বুলেন্সে করে সোনার চালান যায় সীমান্ত এলাকায়। তবে বেশিরভাগই বাগআঁচড়া, নাভারন এবং বেনাপোলে নেয়া হয়। বেনাপোলে রয়েছে দেব কুমারের তিনটি ঘর। এসব ঘরে প্রতিদিন বিপুল পরিমাণ সোনা, অস্ত্র, ডলার এবং ফেনসিডিল ওঠে। এরপর দেব কুমারের বাহিনী সীমান্তের অবৈধ পকেট ঘাট দিয়ে পাচার করে। এই পাচার চক্রের অন্যতম এক হোতা হচ্ছে একজন ক্লিনিক মালিক। যে ক্লিনিক চলে দেব কুমারের টাকায়। আলোচিত দেব কুমার তার সোনা, অস্ত্র, ডলার এবং ফেনসিডিল পাচারের ব্যবসা দেখভাল করে মাছের অফিস ও খলসী বাজারে বসে। যে প্রক্রিয়া এবং পাচিংম্যানের মাধ্যমে সোনা পাচার হয় ভারতে। ঠিক একই প্রক্রিয়া এবং একই পাচিংম্যানের মাধ্যমে ভারতের বস্ গৌতমের ডেরা থেকে অস্ত্র, ডলার এবং ফেনসিডিলের চালান আসে দেব কুমারের ডেরায়। তারপর বিভিন্ন ভাবে পৌছে যায় নির্দিষ্ট গন্তব্যে। ভারতে সোনা পাচার এবং ভারত থেকে অস্ত্র, ডলার এবং ফেনসিডিল পাচার করে এনে দেব কুমার বনে গেছেন অঢেল সম্পদের মালিক। যশোরের সেই ক্লিনিকের বড় অংশের মালিক কুখ্যাত দেব কু




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *