সমাজের আলো : কুষ্টিয়ার মিরপুরে স্কুলের খেলার মাঠ দখল করে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি রুহুল আজম কেরুর বিরুদ্ধে ধান চাষের অভিযোগ উঠেছে। উপজেলার কুর্শা ইউনিয়নের রামনগর পশ্চিমপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে এমনটা ঘটানো হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় গ্রামবাসী ও কোমলমতি শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়েছেন।বিদ্যালয় সূত্রে জানা গেছে, স্কুলটির জমি সরকারি দলিলকৃত সম্পত্তি। সরকারিকরণের চিঠিও এসেছিল। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকেও কর্মকর্তারা পরিদর্শন করেছেন। কিন্তু করোনার কারণে সরকারি নিদের্শনায় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এ সুযোগে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি রুহুল আজম কেরু স্কুল মাঠে ধান চাষ করেছেন। কমিটির সভাপতির এমন কাণ্ডে হতবাক প্রতিষ্ঠানটির অন্য শিক্ষকরাও।
শিক্ষার্থীরা বলছে, আগে স্কুলমাঠে ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলা করতাম। স্কুলের সভাপতি রুহুল আজম কেরু ধান চাষ করায় খেলাধুলা বন্ধ হয়ে গেছে। আমরা খেলাধুলার মাঠ আবার আগের মতো ফিরে পেতে চাই।স্থানীয় রামনগর পশ্চিমপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল বলেন, স্কুলটির জমি সরকারি দলিলকৃত সম্পত্তি। প্রতিষ্ঠানটির শিক্ষার মান ভালো ছিল। বিদ্যালয় মাঠে ধান চাষ ম্যানেজিং কমিটির সভাপতি কেন যে করছেন, এটা আমার জানা নেই।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *