‘স্বপ্নীল সাতক্ষীরা পরিবার’ এর দুই দিনব্যাপী ঈদ আয়োজন

সাতক্ষীরা শহরের অন্যতম পরিচিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘স্বপ্নীল সাতক্ষীরা পরিবার’ এর উদ্যোগে ও আয়োজনে দুই দিনব্যাপী ঈদ-পূর্ব কর্মসূচি সম্পন্ন হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ২৯ ও ৩০ রমজানে (১ ও ২ মে, রবি ও সোমবার) শহরের একটি প্রবীণ নিবাসে (বৃদ্ধাশ্রম) ইফতার মাহফিল

এবং শহরের বিভিন্নপ্রান্তে বিশেষ চাহিদাসম্পন্ন দুঃস্থ নাগরিক, ছিন্নমূল শিশু ও স্বল্প আয়ের মানুষের জন্য ঈদ উপহার প্রদান করা হয়।

স্বপ্নীল সাতক্ষীরা পরিবার এর স্বেচ্ছাসেবী ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় প্রতি বছরের ন্যায় এই নাগরিক-মানবিক কর্মসূচি পালন করা হয়। উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শহরের ও জেলার স্বপ্নবঞ্চিত, অসহায় ও সমস্যাগ্রস্থ মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *