সমাজের আলো : গুলিভর্তি বন্দুক থুতনির সঙ্গে লাগিয়ে সেলফি তুলতে গিয়েছিলেন এক তরুণী। এ সময় ভুল করে চাপ পড়ে যায় ট্রিগারে। আর সঙ্গে সঙ্গে তার ঘাড় ও মগজ উড়ে যায়। সেখানেই মারা যান তিনি। গত বৃহস্পতিবার ভারতের উত্তর প্রদেশের হারদুই অঞ্চলে ঘটে এমন ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়, দেশটির ২৬ বছর বয়সী রাধিকা গুপ্তা তার স্বামীর বাড়িতে এই দুর্ঘটনার শিকার হন। বন্দুক দেখার পর তার শখ চাপে থুতনির সঙ্গে নল লাগিয়ে ছবি তুলবেন। দারুণ উৎসাহ নিয়ে প্রস্তুতি নেন তিনি। সেই সেলফি তুলতে গিয়ে প্রাণ যায় তার। রাধিকার এক হাতে মোবাইল, অন্যহাতে বন্দুকের ট্রিগারে ছিল। এ সময় অসতর্কতাবশত ট্রিগারে আঙ্গুলের চাপ লেগে গুলি বেরিয়ে যায়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে বের হওয়া গুলি তার গলা ও ঘাড় ছিদ্র করে বেরিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।




Leave a Reply

Your email address will not be published.