আশাশুনি সংবাদদাতা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরা ০৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আশাশুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ বি এম মোস্তাকিমের পক্ষ থেকে নৌকায় ঘটছে সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে। শুক্রবার(২৯ সেপ্টেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশাশুনি উপজেলার বুধহাটা হাট-বাজারে উপস্থিত সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছে সরকারের উন্নয়ন ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা প্রদানের তথ্য ভিত্তিক লিফলেট বিতরণ ও নৌকায় ভোট চাওয়া হয়। আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বুধহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলহাজ্ব আবম মোসাদ্দেক এর নেতৃত্বে আশাশুনি উপজেলা আওয়ামী লীগ ও বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আ ব ম মোসাদ্দেক বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিগত প্রায় ১৫ বছর ধরে দেশের যে উন্নয়ন করেছে যার কারণে বিশ্বে বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশ ও উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিত লাভ করেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধশালী ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন। এরই ধারাবাহিকতায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ০৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম এর দিকনির্দেশনায় ও সার্বিক ব্যবস্থাপনায় আমরা সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই সেই লক্ষ্যে সাধারণ মানুষের নিকট এই আহ্বান জানিয়ে নৌকায় ভোট চেয়ে দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ সময আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা আওয়ামী লীগ নেতা বদিয়ার রহমান, পরেশ অধিকারী, তবিবুর রহমান তৈবার, আওয়ামী লীগ নেতা ও বুধহাটা ইউনিয়ন যুবলীগের সভাপতি এজদান আলী, বুধহাটা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, বুধহাটা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হাতেম আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক এমএম সাহেব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রুবায়েদ আহমেদ বাপি, বুধহাটা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মহিদুল ইসলাম, আরেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ঢালী, বুধহাটা ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, মহেশ্বরকাটি আড়ৎদার সমিতির সভাপতি আব্দুস সালাম, লাভলু হোসেন, আবু সাঈদ, মোহাম্মদ রুবেল হোসেন, শাহাদাত হোসেন, সাগর হোসেন, সবুজ হোসেন, নয়ন হোসেন, বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমন হোসেন, বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হান সুমন সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *