এম হাফিজুর রহমান শিমুলঃ অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, সুফি-সাধক, মুসলিম রেনেসাঁর অগ্রদূত, মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চেতনার অধিকারী, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা,সলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জন্মসার্ধশতবার্ষিকী (১৫০ বছর) উদযাপন উপলক্ষে পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে সম্প্রতি সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের বিজ্ঞান ভবনের ২য় তলায় রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ ও সখীপুর আহ্ছানিয়া মিশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত রচনা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ ও হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের ২৬ জন শিক্ষার্থী। “শিক্ষা সংস্কারক হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা” শীর্ষক রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনিশা আজিম (সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ), ২য় স্থান অর্জন করে আশা পারভীন (হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ) এবং ৩য় স্থান অর্জন করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনন্যা মন্ডল (সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ)। হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর শিক্ষা-দীক্ষা ও দীর্ঘ কর্মময় জীবনের উপর কুইজ প্রতিযোগিতায় ১ম ও ২য় স্থান অর্জন করে যথাক্রমে তানভীর রেজা ইমন ও অনন্যা মন্ডল (সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ) এবং ৩য় স্থান অর্জন করে হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের শিক্ষার্থী ভূমিকা মন্ডল। স্বাগতিক কলেজের রোভার স্কাউট সদস্যদের সার্বিক সহযোগিতায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: আকবর আলী, সিনিয়র প্রভাষক ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সদস্য আলহাজ্জ মো: মাসুদ করীম, সিনিয়র প্রভাষক ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আজীবন সদস্য মো: মনিরুজ্জামান (মহসিন), সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ গভর্ণিং বডির সাবেক সদস্য ও সখীপুর আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি মো: মোখলেছুর রহমান, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের শিক্ষক ও সখীপুর আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মো: আবু তালেব, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ গভর্ণিং বডির সাবেক বিদ্যোৎসাহী সদস্য ও সখীপুর আহ্ছানিয়া মিশনের কার্যনির্বাহী সদস্য সরদার আমজাদ হোসেন, সখীপুর আহ্ছানিয়া মিশনের কার্যনির্বাহী সদস্য ও অংশগ্রহণকারী কলেজের উপাধ্যক্ষ মো: আব্দুর রহমান, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো: আজহারুল ইসলাম, প্রভাষক মো: তৌহিদুজ্জামান, প্রভাষক প্রদীপ কুমার মন্ডল, অংশগ্রহণকারী কলেজের শরীরচর্চা শিক্ষক মিলনী মন্ডল প্রমূখ। রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন স্বাগতিক কলেজের বাংলা বিষয়ের প্রভাষক মো: তৌহিদুজ্জামান। এছাড়া আগামী মে’২৩ সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ ও সখীপুর আহ্ছানিয়া মিশনের যৌথ উদ্যোগে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জন্মসার্ধশতবার্ষিকী উপলক্ষে তাঁর কর্মময় জীবনের উপর সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে এক সেমিনার অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।




Leave a Reply

Your email address will not be published.