সমাজের আলো: নয় হাজার টাকা ঘুষ নেওয়া দায়ে ডেমরার তিতাস গ্যাস কার্যালয়ের দুই কর্মকর্তাকে ৫ বছরের করাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। রোববার (১১ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- ডেমরার তিতাস গ্যাস অফিসের উপসহকারী পরিচালক মো. কামরুজ্জামান সরকার ও টেকনিশিয়ান মো. আবদুর রহিম। জানা গেছে, রাজধানীর দক্ষিণখানের বাসিন্দা আসাদুজ্জামান আওলাদ তার ব্যবসাপ্রতিষ্ঠানের গ্যাস মিটার সংযোগের জন্য আবেদন করেন। এ দুই আসামি তার কাছে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে ২০০৭ সালের ১০ জুন বিকেল ৪টার দিকে কামরুজ্জামান দুই হাজার টাকা এবং ১৩ জুন বিকেল পৌনে ৪টার দিকে আবদুর রহিম সাত হাজার টাকা প্রতিষ্ঠানের সহকারী হিসাবরক্ষক মোহাম্মদ আলীর কাছ থেকে নিয়ে যায়। বাকি টাকা মিটার সংযোগের দিন দেওয়ার জন্য আসামিরা চাপ সৃষ্টি করলে তিনি তা দিতে রাজি হন। আসামিরা জানায়, ১৪ জুন মিটার সংযোগ দেওয়া হবে। আসাদুজ্জামান আওলাদ বিষয়টি র‌্যাব-১ কার্যালয়ে জানায়। আসামিরা মিটার সংযোগ দিতে এলে র‌্যাব সাদা পোশাক পরে আশপাশে অবস্থান নেয়। কাজ শেষে বাকি ৬ হাজার টাকা দাবি করলে আওলাদ তার ম্যানেজার মকবুলের কাছে নিতে বলেন। টাকা নেওয়ার সময় র‌্যাব তাদের হাতেনাতে ধরে ফেলেন।




Leave a Reply

Your email address will not be published.