সমাজের আলো : বরিশাল নগরীর ভাটার খাল ডিসিঘাট সংলগ্ন একটি পিকনিক পার্টি থেকে গ্রেফতার আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার মামলায় তাকেসহ সাতজনকে কোতয়ালী থানা পুলিশ গ্রেফতার করেছে। এ সময় পুলিশের ছিনতাই হওয়া ওয়্যারলেস সেটটি উদ্ধার করা হয়।এ ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার রাতে আসামি ছিনতাইয়ের পর মঙ্গলবার বিকেল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের।তবে তাদের নাম-পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন কোতয়ালী মডেল থানার ওসি।সোমবার রাত ১১টার দিকে পিকনিক পার্টিতে অবস্থানরত একটি মামলার এজাহারভুক্ত আসামি শহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এক পর্যায়ে শহিদুলের বন্ধু ও স্বজনরা হাতকড়া পড়ানো অবস্থায় তাকে ছিনিয়ে নেয়। এ সময় এসআই অলিপ কুমার সাহার হাতে থাকা ওয়্যারলেস সেট ছিনিয়ে নেয় তারা।পরে পুলিশ রাতভর অভিযান চালিয়ে ভাটারখাল বস্তি থেকে হাতকড়াসহ শহিদুলকে গ্রেফতার করে এবং ছিনতাই হওয়া ওয়্যারলেস সেট উদ্ধার করে।কোতোয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামি গ্রেফতার এবং ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়েছে। তাকেসহ এই মামলার সাতজন আসামি গ্রেফতার করা হয়েছে।তবে তদন্তের স্বার্থে শহিদুল ছাড়া অন্য ছয়জনের নাম জানাতে চাননি তিনি। এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানান।




Leave a Reply

Your email address will not be published.