সমাজের আলো : বাংলাদেশে পরিবহনভাড়া নিয়ে সাম্প্রতিক সময়ে চলছে রীতিমতো নৈরাজ্য। জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে ভাড়া; কিন্তু জ্যামিতিক হারে কি বাড়ছে মানুষের আয়?
শিক্ষার্থীদের তো আরও সংকট। একদিকে করোনার প্রভাব, অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সঙ্গে ভাড়া বৃদ্ধি, এতে দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। এমতাবস্থায় সব শিক্ষার্থীর দাবি ছিল, পরিবহনে যেন হাফ ভাড়ার ব্যবস্থা করা হয়। সেই দাবি মানলেও যেন বৈষম্য থেকেই গেল। কারণ, রাজধানী শহরে শুধু ছাত্রছাত্রী থাকে না। সারা বাংলাদেশে চার কোটির বেশি শিক্ষার্থী রয়েছে। তাদের কী হবে? তাদের জন্য কেন এই হাফ ভাড়া প্রযোজ্য হবে না?আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দেশের নির্বাহী পদের ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি। সারা বাংলাদেশের বিভাগীয় শহর ও জেলাগুলোর জন্য হাফ ভাড়ার আদেশ সরকারিভাবে দেওয়া হোক। সেই মোতাবেক সেটি কার্যকর করতে ব্যবস্থা গ্রহণ করা হোক। আপনাদের সুদৃষ্টি ও আগ্রহই পারে লাখ লাখ ছাত্রছাত্রীকে সীমাহীন দুর্ভোগ ও বঞ্চনা থেকে মুক্তি দিতে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *