শফিকুর রহমান, কলারোয়া : চলমান সংকট নিরসন ও হোমিপ্যাথির স্বার্থ রক্ষার্থে কলারোয়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ( ১৫ জানুয়ারি) বেলা ১২ টায় কলারোয়ার সোনাবাড়িয়া বাজারের নয়ন হোমিপ্যাথিক ফার্মেসীতে ডা. মোশাররফ হোসেনের সভাপতিত্বে ঐ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হোমিপ্যাথির স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা করেন, কলারোয়া হোমিপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. আব্দুল বারিক। ওই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, কলারোয়া হোমিপ্যাথিক মেডিক্যাল কলেজের প্রভাষক ডা. মাহবুব রহমান, ডা. শরীফ রেজা, মেডিক্যাল অফিসার মাহমুদুল হাসান, স্থানীয় ডা. আব্দুস সামাদ, ডা. গোলাম সাকলাইন মিঠু, ডা. আসাদুজ্জামান, ডা. হাবিবুর রহমান প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, ডা. শফিকুর রহমান।মতবিনিময় সভায় বক্তারা বাংলাদেশে চলমান হোমিপ্যাথির সংকট নিরসন ও চিকিৎসকদের ন্যায্য অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হতে বিশেষ আহ্বান জানান।




Leave a Reply

Your email address will not be published.