সমাজের আলো :  হয়রানী মুলক মামলা থেকে রক্ষা পেতে এক দলিল লেখকের সংবাদ সম্মেলন করেছে।বৃহস্পতিবার সকালে কলারোয়া পৌর প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের নুর ইসলামের ছেলে কবিরুল ইসলাম লিখিত বক্তব্য বলেন-তিনি কলারোয়া উপজেলা দলিল লেখক সমিতির একজন সদস্য, তার সদস্য নং-৩/১৮। গত ২৯নভেম্বর-২০২০তারিখে কলারোয়া সাব-রেজিস্ট্রি অফিসে রামকৃষ্ণপুর গ্রামের মৃত আব্বাস আলী সরদারের ছেলে হাজের আলী সরদার (৮৫) নিজ উপস্থিত হয়ে তার ছেলে আ: মান্নান ও আঃ হান্নানের নামে চার দশমিক এক নয় শুন্য শুন্য একর জমি হেবা দলিল করে দেন। যার দলিল নং-৫০০২/২০২০। ওই জমির দলিল লেখক ছিলেন-উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক নুরুল হুদা। তার গ্রামের বাড়ী নারায়নপুরে ও সনদ নং-৩৮/১০ । কিন্তু ওই দলিল লেখা বা রেজিস্ট্রি করার বিষয় নিয়ে তার কোন সম্পর্ক নেই। এমনকি তিনি জমি রেজিস্ট্রির বিষয়ে কোন কিছুই জানেন না। অথচ ৪ জানুয়ারী-২১তারিখে সাতক্ষীরার বিজ্ঞ আমলী আদালতে তাকে ৪নং বিবাদী করে একটি সিআর-০১/২১ নং মামাল করা হয়। সব চেয়ে আশ্চর্য বিষয় হলো-ওই জমির দাতা নিজেই এই মামলাটি দায়ের করেন। সংবাদ সম্মেলনকারী কবিরুল ইসলাম আরো বলেন-তাকে শুধু মাত্র হয়রানী করতে এই মামলায় নাম জুড়ে দেয়া হয়েছে। তিনি এই মিথ্যা ও হয়রানী মুলক মামলা থেকে অবহতির জন্য জেলা পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published.