সমাজের আলোঃ থাইল্যান্ডের ব্যাংককে হিরোস তায়কোয়ানডো ভার্চুয়াল ইন্টারন্যাশন্যাল চ্যাম্পিয়নশিপ ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ ও ৯ ই অগাস্ট এ অনলাইন পুমছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশ মোদোকোয়ান তায়কোয়ানডো মাস্টার অারিফ হোসেন ৩য় স্থান অধিকার করেন। ৪০ বছর বয়স পুমছে ক্যাটাগরিতে দুই রাউন্ড খেলে তিনি ৬.১৫ স্কোর অর্জন করেন।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ মোদোকোয়ান তায়কোয়ানডো মাস্টার মোঃ অারিফ হোসেন বলেন- করোনা মহামারীতে যখন খেলাধুলা বন্ধ ছিল, এ সময়ে এমন ধরনের ইনটারন্যাশনাল টুর্নামেন্টের পদক অামাদের খেলোয়াড়দের অবশ্যই ক্রীড়া অগ্রজাত্রায় শক্তি যোগায়। তিনি ক্রীড়া উন্নয়নে তার দল ও নিজের জন্য দোয়া চেয়েছেন।
ইন্টারন্যাশনাল এ অনলাইন পুমছে প্রতিযোগিতায় মোট ৩৩ টি দেশ অংশগ্রহণ করেন।
