সমাজের আলো : বাংলাদেশসহ বিদেশিদের জন্য ১৫ নভেম্বর থেকে চালু হচ্ছে ভারতের টুরিস্ট ভিসা। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন বিবৃতি দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ১৫ অক্টোবর থেকে ট্যুরিস্ট ভিসায় ভারত ভ্রমণের সুযোগ পাবেন বিদেশিরা। তবে তাদের চার্টার্ড ফ্লাইটে আসতে হবে।আর যারা বাণিজ্যিক ফ্লাইটে ভারত ভ্রমণ করতে চান তাদের আগামী ১৫ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।তবে, ভ্রমণ ভিসা চালু হওয়ার খবর প্রকাশ হতেই খুশি বাংলাদেশ-ভারত উভয় দেশের নাগরিকরা।

মেডিক্যাল ভিসা নিয়ে যে সব বাংলাদেশি ভারতে অবস্থান করছেন তারাও এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। ঢাকা থেকে মেডিক্যাল ভিসায় কলকাতায় এসেছেন সানজিদা।তিনি বলেন, ‘চিকিৎসার জন্য গত দুই মাস ধরে দেশের বাইরে। নিয়ম অনুযায়ী সঙ্গে একজনই আসতে পেরেছে। আরও কিছুদিন এখানে থাকতে হবে। ভ্রমণ ভিসা চালু হলে বাচ্চাগুলো আসতে পারবে। পরিবারের লোকজনকে দেখতে পারব। এই সিদ্ধান্তে আমরা খুশি।




Leave a Reply

Your email address will not be published.