সমাজের আলো। ।বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হঠাৎ করেই বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে অনলাইন সংবাদ সম্মেলনে কথা বলবেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। পূর্বনির্ধারিত সময়ে গতকাল অনলাইন সংবাদ সম্মেলনে হাজির হন এই দক্ষিণ আফ্রিকান কোচ। চলমান বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলোয়াড়দের পারফরম্যান্স, নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান, অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার, তামিম ইকবালের অধিনায়কত্ব, বায়ো-বাবল, পরবর্তী বিদেশ সফরে পেসারদের ঘিরে আশা, স্থগিত শ্রীলংকা সফর ও বর্তমান টুর্নামেন্টসহ নানা বিষয়ে কথা বলেছেন ডমিঙ্গো। আগামী ২৯ অক্টোবর সব ধরনের ক্রিকেটে এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হচ্ছেন সাকিব। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। বিদেশে থাকলেও বাংলাদেশের এই বিশ্ব তারকার সঙ্গে যোগাযোগ রয়েছে কোচ ডমিঙ্গোর। তিনি জানান, ‘গতকাল (গত বুধবার) তার সঙ্গে কথা হয়েছে। ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করছে সে। সবাই জানি, সে এই মুহূর্তে দেশের বাইরে রয়েছে। অন্য খেলোয়াড়দের মতো নিজেকে খেলায় মানিয়ে নিতে সময় লাগবে তার। তার জন্য ধৈর্য ধরতে হবে।




Leave a Reply

Your email address will not be published.