সমাজের আলো: আগামী ২০২১ সালের মধ্যে কাগজবিহীন হবে ১৯ হাজার সরকারী অফিস। কাগজের বড় বড় ফাইলের পরিবর্তে থাকবে ‘ই-পেপার’। প্রকল্পটির দ্রুত এগিয়ে যাচ্ছে। দুই বছর আগে হাতে নেয়া এই প্রকল্পটি তথ্যপ্রযুক্তি বিভাগ (আইসিটি) ও এটুআই বাস্তবায়ন করছে। ইতোমধ্যে ইআরডিতে ই-পেপার কার্যক্রম চালু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব অফিস আদালত ই-পেপার অফিসে চালু করা হবে। প্রকল্পটি সরকারের নির্বাচনী অঙ্গীকার হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনার জন্য ই-নথি চালু করাই মূল উদ্দেশ্য। প্রকল্পটির কাজ শেষ হবে ২০২১ সালের ডিসেম্বরে। একসেস টু ইনফর্মেশন প্রোগ্রাম (এটুআই) ও সারাদেশে ই-ফাইলিং নিয়ে কাজ করছে। ই-নথির মাধ্যমে আমলাতান্ত্রিক জটিলতা দূর হবে। একটা ডাক ম্যানুয়ালি যখন এক ডেস্ক থেকে অন্য ডেস্কে যায় তখন অনেক সময় লাগে। ২০২১ সালের মধ্যে সারাদেশের সব সরকারী দফতর একটা কমন প্লাটফর্মের মাধ্যমে দাফতরিক কাজ করবে। আর এটা হবে ই-নথি। বর্তমানে সাত হাজার সরকারী অফিসে ই-নথির মাধ্যমে কাজ করেন ৮৫ হাজার কর্মকর্তা। তারা সবাই ই-নথির মাধ্যমে দাফতরিক কাজ সম্পন্ন করছেন। এতে স্বচ্ছতার মাধ্যমে সব কাজ দ্রুত সময়ে নিষ্পত্তি করা সম্ভব হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *