সমাজের আলো : স্টিলের একটি আলমারির মূল্য ২৩ হাজার টাকার মধ্যে হলেও তা ৯৬ হাজার টাকা দরে কিনেছে রাজধানীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্নীতি দমন কমিশন (দুদক) একশোটি আলমারি কেনাকাটায় অনিয়মের প্রমাণ পেয়েছে। কর্তৃপক্ষ ২০১৮ সালে হাসপাতালের জন্য বাজারের চেয়ে বেশি দামে ১৯টি মেডিকেল যন্ত্রপাতিও কিনেছে। গতকাল দুদকের বিস্তারিত তদন্ত প্রতিবেদনে জানানো হয়, হাসপাতালের সাবেক এবং বর্তমান উপ-পরিচালক সরবরাহকারীদের সঙ্গে যোগসাজশ করে প্রায় ৪ কোটি ৪৬ লাখ টাকার সরকারি অর্থের অপব্যবহার করছে বলে প্রমাণ পেয়েছে দুদক। দুদকের সহকারী উপ-পরিচালক মোহাম্মদ শাহজাহান মেরাজ গতকাল হাসপাতালের উপ-পরিচালক ডা. আবু রায়হান, সাবেক উপ-পরিচালক ইমরান আলী, নির্ঝরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আফসানা ইসলাম, প্রমিক্সকো লিমিটেডের চেয়ারম্যান মৌসুমী ইসলাম এবং আহমেদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুন্সী ফারুক হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা করেছেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ২০১৭ সালে ১৫০ শয্যার ইনডোর সার্ভিস, আউটডোর সার্ভিস, ২৪ ঘণ্টা জরুরি সেবা এবং অপারেশন থিয়েটারসহ হাসপাতালটির উদ্বোধন করেছিলেন। দুদকের একটি সূত্র জানিয়েছে, ‘অর্থ বরাদ্দের আগেই হাসপাতালের সাবেক উপ-পরিচালক ইমরান আলী সরবরাহকারীদের সঙ্গে যোগসাজশ করে পণ্যের বাড় বাড়িয়ে দেন। পরে তিনি দরপত্র আহ্বান করে অসাধু প্রতিষ্ঠানগুলোকে কাজ পাইয়ে দেন।




Leave a Reply

Your email address will not be published.