সমাজের আলো : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ২১৭ রোগী ভর্তি হয়েছেন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারন্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ সব তথ্য জানা গেছে।এতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত (২৯ সেপ্টেম্বর) ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৮ হাজার ৭ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে একই সময়ে হাসপাতাল থেকে সেবা নিয়ে এবং ছাড়প্রাপ্ত হয়ে বাড়ি ফিরেছে ১৬ হাজার ৯৫৭ জন।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬টি হাসপাতালে ৭৭৬ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ২০৭ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৬৭ জন।




Leave a Reply

Your email address will not be published.