সমাজের আলো : নিজস্ব বিল্ডিং থাকলেও জেলার সাংস্কৃতিক সংগঠকদের দ্বিধা-বিভক্তির জন্য বছরের পর বছর জেলা সাংস্কৃতিক পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে করে ক্ষুব্ধ প্রকৃত সংস্কৃতিকর্মীদের পাশাপাশি ক্রীড়াবিদরাও।সূত্রে প্রকাশ, পূর্বের তুলনায় অধিকতর উন্নয়ন হয়েছে সাতক্ষীরার মানুষের, বেড়েছে জীবনযাপনের মানও। কিন্তু উন্নতি হয়নি সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গন। অথচ পদাধিকার বলে ওই পরিষদের সভাপতি জেলা প্রশাসক। তবে পরিষদের কার্যক্রমের কোনো খোঁজও রাখেন না তিনি। এমনকি বিগত ৩ বছরে পরিষদের একটি সভাও হয়নি দৃশ্যমান।সূত্রে আরও প্রকাশ, অন্যতম সংগঠন ছিল। পরবর্তীতে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় সাতক্ষীরা জেলা সাংস্কৃতিক পরিষদ। ওই সংগঠনটির একটি কার্যনির্বাহী কমিটিও ছিল। কমিটির নির্বাচিত প্রতিনিধিরা সাতক্ষীরার সাহিত্যকে একটি আন্তজার্তিকমানের সাহিত্যে পরিণত করতে বিভিন্ন প্রশিক্ষণ, সভা-সেমিনার ও কর্মশালার আয়োজন করার প্রতিশ্রুতিও দিয়েছিল। এমনকি সাতক্ষীরার সাহিত্যকে অন্যান্য জেলার সংস্কৃতিকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মনের যুগোপযোগী করতে ২০১৩ সালে নির্বাচনের মাধ্যমে সাতক্ষীরা জেলা সাংস্কৃতিক পরিষদের নতুন কমিটি গঠিত হয়। সেই কমিটির নেতৃবৃন্দ সংগঠনটির পুরাতন গঠনতন্ত্র সংস্কার করে নতুন গঠনতন্ত্র প্রনয়ন করেন। এতে করে জেলার ৩ টি পৌরসভা, ৮ টি থানা, ৭ টি উপজেলা ও ৭৮ টি ইউনিয়ন পর্যায়েরও সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনকে নিয়মিত পৃষ্ঠপোষকতা প্রদানের অঙ্গীকারসহ বেশ কিছু উন্নয়নধর্মী পদক্ষেপ গ্রহণ করেন। ওই পদক্ষেপগুলোর মধ্যে দারিদ্র অথচ প্রতিভাবান সাহিত্যকর্মী, নাট্যকর্মী বা সঙ্গীত ও নৃত্য শিল্পীদের আর্থিক সহযোগিতা ও নাটক মঞ্চায়নের জন্য অনুদান প্রদান অন্যতম। তখন পরিষদের নিজস্ব আয়ের ব্যবস্থা এবং সেই সাথে আয় ব্যয়ের স্পষ্ট জবাবদিহিতার ব্যবস্থাও ছিল। সেই সময়ে সংগঠনের সদস্য সংখ্যা ক্রীড়া সংগঠনসহ প্রায় ১৫০ টি ছিল। তার মধ্যে ৫৫টি সংগঠনই সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম নির্ভর হলেও সরাসরি সাহিত্য চর্চা চলমান রেখেছিল প্রায় ২০ টির মতো সংগঠন।এ ব্যাপারে সাতক্ষীরা জেলা সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির এর কাছে জানতে একাধিকবার কল করলেও সেল ফোনটি রিসিভ হয়নি। নাম প্রকাশ না করার শর্তে জেলার একাধিক সংস্কৃতিপ্রেমীরা জানান, চিংড়ি চাষ, মাটি পোড়ানো ব্যবসা, বে-আইনী ব্যবসা এসবের কারণে অনেক টাকা-পয়সার চালাচালি বছরের পর বছর হয়। এরমাঝে জেলায় অনেক পত্রিকা হয়েছে কিন্তু জেলার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের পরিস্থিতি যেমন হওয়ার কথা ছিল বাস্তবে তা একদমই ভাটা পড়েছে। এদিকে জেলা সাংস্কৃতিক পরিষদের কোনো নির্বাচন হয়নি। যা আমাদের হতবাক করে। তারা আরও জানান, জেলার অন্যান্য সেক্টরে কিছু কিছু উন্নয়নের ছোঁয়া লাগলেও গত ৩ বছরে সাংস্কৃতিক পরিষদের কোনো উন্নয়ন হয়নি। তাই দ্রুত পরিষদের নির্বাচন দেওয়ার জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তারা।বিষয়টি সম্পর্কে সাতক্ষীরা জেলা সাংস্কৃতিক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হেনরী সরদার জানান, ২০১৮ সালে যখন ইফতেখাার সাহেব জেলা প্রশাসক ছিলেন তখন ওই পরিষদের একটি সাধারণ সভা হয়েছিল। সভায় ইফতেখার সাহেব মিঠু খান ভার্সেস একটি এডহক কমিটি গঠন করার জন্য ব্যস্ত হয়ে উঠলেও সংস্কৃতিকর্মীদের তোপের মুখে পড়ে সেটি করতে পারেননি। সেই সময়ে পরিষদের নির্বাচন পরিচালনার জন্য সভায় সাধারণ পরিষদ ও ভোটার তালিকার অনুমোদন হয়েছিল। কিন্তু নির্বাচন পরিচালনা কমিটি গঠনের কোনো সিদ্ধান্ত না হওয়ায় পরিষদের নতুন কোনো নেতৃত্ব তৈরি হয়নি। পরবর্তীতে ইফতেখার সাহেব চলে গিয়ে নতুন জেলা প্রশাসক হিসাবে সাতক্ষীরায় আসলেন এস এম মোস্তফা কামাল। তিনি পদাধিকার বলে পরিষদের সভাপতি হওয়ায় দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় বিষয়টি তাকে জানিয়েও ছিলাম। তিনি বিষয়টি সুরাহার কোনো ব্যবস্থা না করে বদলি জনিত কারণে চলে গেলেন। অতঃপর আসলেন জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির। বিষয়টি তাকে জানিয়েও ছিলাম। তবে অদ্যবধি তিনি পরিষদের নির্বাচন দেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেননি। তিনি আরও জানান, পূর্বে নির্বাচন বানচাল করার লক্ষ্যে মিঠু খানরা একটি মামলা করেছিল আদালতে। সেই মামলায় রায়ও সাংস্কৃতিক পরিষদের পক্ষে হয়েছিল। বর্তমানে পরিষদের নির্বাচন দিতে গেলে একটি নির্বাচন পরিচালনা কমিটি প্রয়োজন। সেটি বাস্তবায়ন করা সম্ভব হলে দীর্ঘদিন পরে নতুন নেতৃত্ব ফিরে পাবে সাংস্কৃতিক পরিষদ। অনতিবিলম্ভে পরিষদের নির্বাচন দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।সাতক্ষীরা জেলা সাংস্কৃতিক পরিষদের যুগ্ন-সাধারণ সম্পাদক আবু আফফান রোজ বাবু জানান, জেলার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গন পূর্বে অনেক উন্নত ছিল। তখন জেলা সাংস্কৃতিক পরিষদের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতা চলতো দিনের পর দিন। ওই প্রতিযোগিতা থেকে প্রতিযোগীদের মেধার বহি:প্রকাশও ঘটতো। কিন্তু গত কয়েক বছর সেই কর্মকান্ড আর দেখা যায় না। তিনি আরও জানান, জেলা সাংস্কৃতিক পরিষদের দীর্ঘদিন ধরে কোনো নতুন নেতৃত্ব তৈরি হয়নি। এমনকি নির্বাচনও হয়নি। এখন সময় এসেছে জেলা সাংস্কৃতিক পরিষদকে কন্টোল করা দরকার। এর জন্য যা যা প্রয়োজন তার সব ব্যবস্থা করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের করা উচিত। আর তা করতে ব্যর্থ হলে ওই পরিষদ আবারও স্থবির হয়ে পড়বে।সাতক্ষীরা সাহিত্য পরিষদের সভাপতি কবি শহীদুর রহমান জানান, পূর্বে সাতক্ষীরার সাহিত্য অঙ্গন অনেক সম্মৃদ্ধ ছিল। তখন জেলা সাংস্কৃতিক পরিষদ নেতৃত্ব পরিবর্তনের ফলে সাহিত্য বিষয়ের সমন্বকয়কারীর দায়িত্ব পালন করছিল পল্টু বাসার। তবে দীর্ঘদিন পরিষদের কোনো নির্বাচন না হওয়ায় নতুন নেতৃত্ব তৈরি




Leave a Reply

Your email address will not be published.