সমাজের আলো : চোর সন্দেহে পাকিস্তানে চার নারীকে মারধরের অভিযোগ উঠেছে। শুধু তা–ই নয়, তাঁদের বিবস্ত্র করে বাজারে ঘোরানো ও ভিডিও ধারণও করা হয়েছে। গত সোমবার পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদ শহরের বাওয়া চকবাজারে এ ঘটনা ঘটে। খবর দ্য ডনের।এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী নারীদের একজন। মামলার নথি থেকে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ৪ নারী ময়লা কুড়াতে বের হন। একপর্যায়ে পিপাসা পেলে তাঁরা বাওয়া চকবাজারের একটি দোকানে ঢোকেন। সেখানে গিয়ে পানি চাইলে দোকানের মালিক অভিযোগ আনেন, তাঁরা দোকানে চুরির উদ্দেশ্যে এসেছেন। একপর্যায়ে দোকানমালিকের চিৎকারে আশপাশের লোকজন সেখানে জড়ো হন।

ওই নারী অভিযোগ করেন, স্থানীয় লোকজন তাঁদের বিবস্ত্র করে বাজারের ভেতরে ঘোরান। এ সময় তাঁদের মারধর করা হয়। এমনকি বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণও করা হয়। পরে চার নারীর পরিবারের সদস্য ও কয়েক পথচারীর অনুরোধে তাঁদের ছেড়ে দেওয়া হয়।মামলায় বাদী বলেন, ‘মামলার অভিযুক্ত ব্যক্তিরা আমাদের বিবস্ত্র করে বাজারে ঘুরিয়ে ও নির্যাতন করে চরম অবিচার করেছেন। তাঁদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে।’এদিকে সোমবারের ঘটনার পর পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ফয়সালাবাদের পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আবিদ খান। গতকাল মঙ্গলবার ডনকে তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। দোষী ব্যক্তিদের কঠিন শাস্তির মুখোমুখি করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *