সমাজের আলো : আফগানিস্তানের ক্ষমতা এখন তালেবানের হাতে। তালেবান ক্ষমতায় আসার পর থেকে অনেকটাই পরিবর্তিত কাবুলের চিত্র। থমথমে অবস্থা বিরাজ করছে কাবুলে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধই রয়েছে। যারা বাইরে চলাফেরা করছেন সবার ভেতর কাজ করছে উদ্বেগ। দেশের ক্ষমতা দখলের পরই দেশটির ক্রীড়াঙ্গনেও শুরু হয় নানা রদবদল।তালেবান আসার পর পাল্টে যায় নানা সমীকরণ। পরিবর্তন আসে আফগানিস্তান ক্রিকেট বোর্ডে। দুই বছর পর আবারও বোর্ডের চেয়ারম্যান হন আজিজউল্লাহ ফজলি। তিনি ফারহান ইউসুফজাইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন। তালেবানের সঙ্গে ক্রিকেট বোর্ডের সভা শেষ হওয়ার পরই আসে এ ঘোষণা।

এ ঘটনার পর নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক আশঙ্কা প্রকাশ করেছিলেন তাদের ভবিষ্যৎ নিয়ে। আতঙ্ক দেখা দেয় নারী ফুটবলারদের মাঝে।নারী ফুটবল দলের অধিনায়ক জানিয়েছিলেন, আফগান নারী ফুটবলাররা আতঙ্কে আছেন। এমন অবস্থায় এবার ৫০ নারী ফুটবলারকে আফগানিস্তান থেকে নিয়ে নিজেদের দেশে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া।৫০ আফগান নারী ফুটবলার, তাদের পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে অস্ট্রেলিয়ার একটি বিশেষ জরুরি বিমান মঙ্গলবার (২৪ আগস্ট) দেশটিতে পৌঁছেছে। ফিফা ও ফুটবলারদের সংগঠন ফিফপ্রোর আবেদনের পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া তাদের আশ্রয় দিলো।




Leave a Reply

Your email address will not be published.