সমাজের আলো: সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার পাঁচ মাস পর গৃহবধূর পেট থেকে বের করা হয়েছে গজ ও ব্যান্ডেজ। অপারেশনের সময় পেটে গজ-ব্যান্ডেজ রেখেই সেলাই করে দিয়েছিলেন চিকিৎসক। এতে পেটের ব্যথা নিয়ে পাঁচ মাস বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকের কাছে ঘুরে অবশেষে ময়মনসিংহের একটি প্রাইভেট হাসপাতালে অপারেশনের পর ধরা পরে বিষয়টি। ভুক্তভোগী ওই গৃহবধূর নাম ফজিলা খাতুন (২৮)। তিনি ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী গ্রামের শাহজাহান মোল্লার স্ত্রী। তিনি এর আগে দুজন সন্তান স্বাভাবিকভাবে প্রসব (নরমাল ডেলিভারি) করেছিলেন। তৃতীয় সন্তান প্রসবের সময় তার সিজার করা হয়। গত শুক্রবার ময়মনসিংহের ভাটিকাশর এলাকার আইডিয়াল নাসিং হোমে পুনরায় অপারেশন করে তার পেটের গজ-ব্যান্ডেজ বের করা হয়েছে। গজটি ভিতরে পচন ধরায় চিকিৎসকরা তার সুস্থতার বিষয়ে কিছুই বলতে পারছেন না। যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছেন ফজিলা। তার অবস্থা খুবই গুরুতর।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *