ইয়ারব হোসেন: কলারোয়া উপজেলার হেলাতলা গ্রামে এক পরিবারের চার জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। দূবৃত্তর্রা আজ ভোরে ঘরে ঢুকে তাদেরকে হত্যা করে। নিহতরা হলো শাহিনুর রহমান,স্রী সাবিনা খাতুন ,শিশু ছেলে ও সিয়াম ও তাছলিম।একমাত্র দেড় মাস বয়সের মারিয়াকে বেঁচে আছে। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে একতলা একটি বাড়ি।বাড়ি গ্রিল দিয়ে ঘেরা। একটি ঘরে স্বামী, স্ত্রী ও দুই মাস বয়সের শিশু মারিয়া ছিল।পাশের ঘরে ছেলে সিয়াম (১০} ও মেয়ে তাছলিমা (৮} ঘুমিয়ে ছিল।পাশের ঘরে ছিল ভাই জাহানূর। দুর্বৃত্তরা রাতের যে কোন সময় ছাদের উপর ঢুকে স্বামী, স্ত্রী ও দুই শিশুকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে। নিহত শাহিনুর জবাই করা অবস্থায় উবুড় হয়ে পড়ে রয়েছে খাটের ওপর। নিচে একই ভাবে স্ত্রী সাবিনা খাতুনের লাশ পড়ে রয়েছে।পাশের ঘরে মেয়ে ও ছেলেটির গলাকাটা অবস্থায় লাশ পড়ে রয়েছে। ঘটনাটি গা শিউরে ওঠার মত। সন্দেহ ও মানুষের মনে নাড়া দিচেছ পাশের ঘরে ভাই ছিল।পাশাপাশি ঘরে চার জনকে গলা কেটে হত্যা করা হলো।ধস্তাধস্তি হয়েছে হত্যাকারীদের সঙ্গে ।ভাই কিছুই জানালো না। অপর একটি সূত্র বলছে জমি প্রতিবেশীদর সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিআইডির পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন ও কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারান পাল ।পুলিশ কয়েকটি কারন নিয়ে তদন্ত করছে। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ ভীড় করেছে।
