সমাজের আলো: একটি পোশাক কারখানার কর্মচারী সজিব খান মুন্না ওরফে সজিব মোল্লা। করোনাভাইরাস প্রাদুর্ভাব পরিস্থিতির মধ্যে চাকরি হারিয়ে নেমে পড়েন অভিনব ছিনতাইয়ে। তিনি নগরীর অলিগলি ঘুরে বেড়ান ‘রুমমেট চাই’ এমন বিজ্ঞাপনের খোঁজে। কাঙ্ক্ষিত বিজ্ঞাপন পেয়েই যোগাযোগ করেন বিজ্ঞাপন দাতার সঙ্গে। এরপর বাসা দেখার নাম করে অভিনব কায়দায় ছিনতাই করে উধাও। অভিন্ন কায়দায় ছিনতাই করতে গিয়ে অবশেষে খুলশী থানা পুলিশ গ্রেফতার করে সজিব মোল্লা। শুক্রবার রাতে নগরীর খুলশী জালালাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। খুলশী থানার ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান বলেন, ‘সজিব মোল্লা রুমমেট ছদ্মবেশী ছিনতাইকারী চক্রের সদস্য। তিনি ব্যাচেলর রুমমেটদের জিম্মি করে হাতিয়ে নেয় নগদ অর্থ, ল্যাপটপ, মোবাইল এবং মূল্যবান জিনিসপত্র। গত দুই তিন মাসে কমপক্ষে ১০ ছিনতাই করেছে সজিব মোল্লা। তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ড চাওয়া হবে। খুলশী থানা পুলিশ জানায়, সজিব মোল্লা ব্যাচেলর বাসার রুমমেট চাই এমন বিজ্ঞাপন থেকে নগরীতে ঘুরে বেড়ায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *