আতাউর রহমান, কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শনিবার বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যৌথ আয়োজনে এক মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানব বন্ধনে কুমিল্লার মুরাদ নগরে হিন্দু সম্প্রাদায়ের ঘর-বাড়িতে অগ্নি সংযোগ, লুটপাট, ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। সরকারের কাছে দাবি জানানো হয়েছে যে, অনতিবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করা হোক। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই প্রতিপাদ্যে মানববন্ধব চলাকালীন বক্তব্য দেন হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক সন্দীপ কুমার রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্ম ভিটা আশ্রমের সভাপতি কার্তিক চন্দ্র মিত্র, নিত্য গোপাল রায়, সহ-সভাপতি সন্তোষ কুমার পাল, নিরঞ্জন কুমার ঘোষ, উত্তম কুমার পাল, উত্তম কুমার ঘোষ, ওয়ার্কার্স পাটির উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published.